জরুরী ভাবনা
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৩ আগস্ট, ২০১৩, ১০:০৫:৩৯ রাত
“মুসলিম বিশ্বের বর্তমান সময়ের প্রধান ইস্যুগুলো” শিরোনামে শ্রদ্ধেয় শাহ্ আব্দুল হান্নান স্যারের লেখাটি পড়ে তার গভীরতা উপলদ্ধি ও বর্তমান সংকট নিরসনে উপযুক্ত শিক্ষার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দায়িত্বশীল সকলের দৃষ্টি আকর্ষণ করছি। বিশ্বের মুসলিম সমাজ রাজনীতিসহ জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যেভাবে সাম্রাজ্যবাদীদের ক্রীড়ানক হিসাবে দাসত্ব করছে সে শৃঙ্খল থেকে একমাত্র মুক্তির পথ সঠিক শিক্ষা বা বিশুদ্ধ জ্ঞান এবং তার চর্চা এ বিষয়ে কোনই সন্দেহ নেই। দেশে দেশে অনেক বড় বড় ডিগ্রিধারী এবং বিশেষ বিষয়ে পাণ্ডিত্বের গাদা গাদা সনদ থাকলেও ত্রুটিযুক্ত শিক্ষা ব্যবস্থার কারণে কাঙ্ক্ষিত চাহিদা পূরণে ব্যর্থ হয়ে অনেকেই বিভিন্নভাবে সমাজকে অস্থিতিশীল ও কলুষিত করে তুলছে। এই দুর্গতি থেকে পরিত্রানের একটিই উপায় তা হল ইসলামী মূল্যবোধ সমন্বিত আদর্শিক শিক্ষা। ইরান, পাকিস্তান, সুদানের আধুনিক শিক্ষা ব্যবস্থার আদলে শিক্ষা কারিকুলামকে বাংলাদেশের উপযোগী করে যত শীঘ্র চালু করা যাবে ততই দেশ ও জাতির মঙ্গল। আধুনিক শিক্ষা বিস্তার, প্রসার ও বাস্তবমুখী প্রয়োগ ব্যতিরেকে এ ভঙ্গুর সমাজ ব্যবস্থাকে গড়ে তোলার আর কোন বিকল্প নেই।
অত্যন্ত মূল্যবান যে বিষয়টির উপর আলোকপাত করা হয়েছে তা হলঃ নারীদের যথাযথ শিক্ষা, মানবিক মর্যাদা, অধিকার এবং স্বাধীনতা যা ইসলামসম্মত তার যথাযথ বাস্তবায়ন। নারীকে অন্ধকারে রেখে পরিবার তথা সমাজকে আলোকিত করার ভাবনা অবান্তর। নারীকে মূল সমাজ বিনির্মাণের মূল স্রোতধারা থেকে বিচ্ছিন্ন করে কোন বিশাল মহৎ উদ্যোগ, বৃহত্তর কল্যাণ ও লক্ষ্যসাধন সম্ভব নয়। যা আমাদের ইসলামে বিশেষভাবে স্বীকৃত। সেই সাথে একতা, পারস্পারিক শ্রদ্ধাপ্রদর্শন, ভ্রাত্বিত্ববোধ, পরমতসহিষ্ণুতা প্রদর্শনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে ইসলামিক প্রতিষ্ঠান গড়ে তোলা এবং ক্ষতিকর দিক যেমন পরিপূর্ণ ইসলামী জ্ঞানের অভাবে ইসলামকে খণ্ডিত-বিকৃত করে ব্যাখ্যা-বিশ্লেষণ ও তার অপপ্রচার বন্ধ করার প্রয়োজনীয় উদ্যোগ নেয়া অত্যাবশ্যকীয়।
বিষয়: বিবিধ
১৪৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন