শিক্ষক বটে!
লিখেছেন লিখেছেন সন্ধাতারা ০৩ আগস্ট, ২০১৩, ০৫:৩৬:৩১ সকাল
খবরের হেডলাইন দেখে আঁতকে উঠি “কুষ্টিয়ার দেড় শতাধিক ছাত্রী ধর্ষণের হোতা পান্না মাস্টার ঢাকায় গ্রেফতার”। শিক্ষক নামের কলঙ্ক জঘন্য এই নরপশু হেলাল উদ্দিন পান্না মাস্টার তার নিজ বাসায় প্রাইভেট টিউশনিতে আসা ছাত্রীদের চার সহযোগী মিলে ধর্ষণ করত। এসব সহযোগীর তিনজন নির্বাহী/সহকারী প্রকৌশলী এবং আরেকজন যুবলীগের নেতা। এই গংরা তাদের কুরুচিপূর্ণ লালসার মিলন দৃশ্য গোপন ক্যামেরায় ধারণ করত যা সম্প্রতি ভিডিও ক্লিপস এর মাধ্যমে এলাকার যুবকদের মাঝে ছড়িয়ে দেয়া হয়েছে। এই ভয়াবহ সংবাদে ভুক্তভোগী অভিভাবক তো বটেই প্রতিটি বাবা-মায়ের ঘুম হারাম হওয়ার যোগাড়। প্রশ্ন জাগে আসলেই কি আমরা মুসলিম দেশের নাগরিক! কোন অমুসলিম দেশেও তো এরকম অনাচারের খবর চোখে পড়ে না। দেশের শিক্ষক, প্রকৌশলী এবং ক্ষমতাসীন নেতাদের এই যদি সভ্যতার, নেতৃত্বের এবং শিক্ষার নমুনা হয়! তাহলে দেশ এবং দেশের মানুষের মানসম্ভ্রম, ইজ্জত, আব্রু, নিরাপত্তা কোথায়?
বিশ্ববরেণ্য প্রখ্যাত আলেম আল্লামা শাফী যখন মেয়েদের শালীনতা, নিরাপত্তা এবং অধিকারের কথা বলেন তখন সেটা বিকৃত করে একশ্রেণীর ভণ্ড শিক্ষিত থেকে শুরু করে তথাকথিত নারী নেত্রীরা অত্যন্ত অশালীন, অভদ্র ও আপত্তিকর ভাষায় প্রতিবাদে মেতে উঠে। অথচ তাদের স্বগোত্রীয়রা যখন বিকৃত অনাচারে ব্যাভিচারে লিপ্ত হয়ে গোটা জাতির ললাটে কালিমা লেপন করে কোমলমতি ছোট ছোট মেয়েদেরকে আত্মহত্যার পথে ঠেলে দিচ্ছে তখন নিশ্চুপ কেন? জাতির বিবেকের কাছে প্রশ্ন??? এখনই সময় এদের বিরুদ্ধে বজ্র কণ্ঠে আওয়াজ তোলার। এরা খুনি, এরা ধর্ষক, এরা দুর্নীতিবাজ, এরা ইসলামের শত্রু। এদের সাথে জাতির আপোষ হতে পারে না।
বিষয়: বিবিধ
১৩৩১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন