কি দরকার ছিল ..........?
লিখেছেন লিখেছেন শিহাব আল মাহমুদ ২৭ মার্চ, ২০১৪, ১২:১৫:৫২ রাত
কি দরকার ছিল ..........?
কোটি কোটি টাকা খরচ করে জাতীয় পতাকাকে যেভাবে অপমান করা হলো এটাও হয়তো বিশ্বের মধ্যে একটা রেকর্ড হয়ে গেলো.............
লাখো কণ্ঠে জাতীয় সংগীত আয়োজনের টাকা দিয়ে রাস্তার খাবার নিয়ে মানুষ কুকুরে কাড়াকাড়ি কমানো যেত...
রিক্সা চালিয়ে ভিক্ষা করে খাওয়া এবং ঘরহারা মুক্তিযুদ্ধাদের আবাসন তৈরী করা যেত.. বিনা চিকিতসায় মারা যাচ্ছে অনেক মুক্তিযুদ্ধা. তাদের চিকিতসা ব্যবস্থা করলে কি ভালো হতো নাহ ?
রঙ্গমঞ্জে আয়োজনে হয়তো রেকর্ড করে ফেলল বাংলা..
কিন্তু একটা গরীব দেশে কি দরকার ছিল এত বড় আয়োজনের ?
খরচ হওয়া কোটি কোটি টাকা হয়তো ৩০+ প্রাইমারি স্কুল তৈরী করা যেত. এখানে প্রতিদিন শত শত শিশুরা বিনা খচরে জাতীয় সংগীত গাইতো. আর পড়তে হতনা পায়ে নিচে লারা সবুজে পাতাকা। যে পতাকা লাখ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত।
এই ১শ কোটি টাকা পদ্মা সেতুর কাজেও ব্যবহার করা যেত......... ।
বিষয়: বিবিধ
১৩৬১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাংগালীরা ঘর ছেড়েছে- যাবেই গয়া-কাশী-
হা হা হা....
[এখনো তো হয়নি বেহুঁশ যারাই বাংলাদেশী]
মন্তব্য করতে লগইন করুন