যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবেনা যে ব্যাক্তি জান্নাতে যাবে। যদিও সে চুরি করে, যদিও যিনা করে...........!!!!

লিখেছেন লিখেছেন শিহাব আল মাহমুদ ০৯ মার্চ, ২০১৪, ১২:০২:৫৯ দুপুর



যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবেনা যে ব্যাক্তি জান্নাতে যাবে।

যদিও সে চুরি করে, যদিও যিনা করে...........!!!!

......হযরত আবু যার রা: বলেন,

আমি একবার রাতে বের হলাম.

বের হয়েই দেখতে পেলাম হুজুর স:কে। চাদের আলোর রাতে আমি নবী করিম স: পিছনে পিছনে যাচ্ছিলাম।

কিছুক্ষন হাঠতেই হুজুর স: আমাকে দেখে পেলেন। এবং বলেন কে? উত্তরে বলি আমি আবু যার। এবং বলি হে নবী আল্লাহ তাংয়ালা আমাকে আপনার জন্য উতসর্গ করুন।

নবী করিম স: বলেন চল আবু যার, আমিও চলতে লাগলাম।

কিছুক্ষন চলার পর নবী করিম স: বলেন,যারা দুনিয়াতে আরাম আয়েশ ও পাচুর্য্যের অধিকারী তারা জান্নাতে স্বল্প অধিকারী হবে। অবশ্য যাদের আল্লাহ দেয়া ধন সম্পদকে যদি হালাল পথে ব্যয় এবং চারদিকে আল্লহর রাস্তা দান করে তারা ব্যতীত।

একথা বলার পর নিরবে চলতে লাগলেন।

কিছু পথ অতিক্রম হওয়ার পর হুজুর পাক স: বলেন,আবু যার তুমি এখানে বসে থাক, আমি ফিরে না আসা পর্যন্ত এখানে থাক। তিনি চলে গেলেন এক পাহাড়ের দিকে। এক সময় নবী করিম স: আবু যার রা: এর অদৃশ্য হয়ে যান।

আবু যার রা: অপেক্ষা করতে লাগলেন।

অনেক সময় পার হয়ে গেল, এবং নবী করিম স: আসতে লাগলেন। তিনি আসার সময় আবু যার রা: শুনতে পেলেন,কাকে যেন বলেতে লাগলেন যদি সে চুরি করে, যদি সে যিনা করে।

নবী করিম স: আবু যার রা: এর কাছে আসার পর হাটথে লাগলেন,কিন্তু যদি সে চুরি করে, যদি সে যিনা করে তিনি কাকে একথা বললেন সেখানেতো কেউ ছিলনা । তাই আবু যার রা: ধৈর্য ধরতে না পেরে নবি করিম স:কে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুলাল্লাহ, আপনি আসা সময় আমি শুনতে পেলাম যদি সে চুরি করে, যদি সে যিনা করে কাকে একথা বললেন সেখানেতো কেউ ছিলনা এবং কেউ কোন উত্তরও দেয়নি।

তখন নবী করিম স: বলেন, ও হে আবু যার, তিনি আমার সাথে ছিলেন জিবরাইন তিনি ওই প্রস্তর প্রান্তরে আমার কাছে এসেছিলেন, জিবরাইল আমাকে বলেছেন,আপনি আপনার উম্মতদের সুসংবাদ দিন যে, যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক না করে মারা যাবে যে ব্যক্তি জান্নাতে যাবে।

তখন নবী করিম স: জিবরাইল আ:কে বললেন,

যদি সে চুরি করে, যদি সে যিনা করে?

জিবরাইল আ: বললেন হ্যা!

নবি করিম স: ২য়বার জিবরাইলকে বলেন

যদি সে চুরি করে, যদি সে যিনা করে?

জিবরাইল আ: বললেন হ্যা!

নবি করিম স: ৩য়বার জিবরাইলকে বলেন

যদি সে চুরি করে, যদি সে যিনা করে?

জিবরাইল আ: বললেন হ্যা!

এ হাদিসটি আবু দারদাও এক্ই রকম বর্ণনা করেছেন।

ইমান বুখারী রহ: বলেন এই সুসংবাদ ওই ব্যক্তিদের জন্য যারা তাদের পাপ কাজ থেকে তওবা করে এবং মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাহ বলে

শিরক কাকে বলে?

শিরক কাকে বলে?

ইসলামের পরিভাষায় শিরক বলা হয়, আল্লাহ তাআলা সত্তা এবং তার সাথে খাস এমন কোন গুণের মাঝে বান্দাকে শরীক মনে করা। অথবা বান্দার এমন গুণ যাতে দুর্বলতা ও শক্তিহীনতার রয়েছে সেটাকে আল্লাহর গুণ বলে মনে করা শিরক। যেমন সন্তান দান করা, রিজিক দেয়া, গোনাহ মাফ করে দেয়া, মৃত্যু দেয়া ইত্যাদি সবই আল্লাহর গুণ বা সিফাত। কোন সৃষ্টিজীবের ব্যাপারে এমনটি ধারণা করা যে, তিনি সন্তান দিতে পারেন, জীবন ও মরণের ফায়সালা ইত্যাদি করতে পারেন, এসবই শিরক। কেননা, সৃষ্টিকে ¯্রষ্টার সাথে শরীক করা হয়েছে।

বিষয়: বিবিধ

১২৭৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

189286
০৯ মার্চ ২০১৪ দুপুর ১২:৪২
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : হয়তো শাস্তি ভোগ করার পর যাবে জান্নাতে।
শিরক/কুফরী না করলে অন্যান্য পাপের শাস্তি শেষে(অনেক পাপ মাফও করে দেয়া হবে) এক সময় বান্দাহ জান্নাতে যাবে।

তবে শিরক/কুফরী করলে (যেমন পীরেরা করে, ধর্মনিরপেক্ষতাবাদীরা করে) জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আদৌ আসবেনা। সারা জীবন এর নামায রোজা সহ সকল নেক আমল শিরক/কুফরী এর জন্য ধ্বংস হয়ে যাবে।

যারা সেক্যুলারদের নৌকা মার্কায় ভোট দিন(নিঃসন্দেহে সেক্যুলারিজম বড় ধরনের কুফরী) তাদের সব নেক আমল বরবাদ হয়ে যাবে। সো একটু ভাবুন।
০৯ মার্চ ২০১৪ দুপুর ১২:৪৭
140456
শিহাব আল মাহমুদ লিখেছেন : ধন্যবাদ আপনাকে, ভালো লাগলো আপনার কথা গুলো Good Luck
০৯ মার্চ ২০১৪ দুপুর ০২:০১
140490
হতভাগা লিখেছেন : '' ... তাদের আবাস হবে জাহান্নাম , সেখানে তারা থাকবে চিরকাল ''

এরকম কথা ক্বুরআন শরীফে আল্লাহ বেশ কয়েকবারই বলেছেন ।

''মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : হয়তো শাস্তি ভোগ করার পর যাবে জান্নাতে।''

শাস্তি ভোগ করার পর জান্নাতে যাবে - এরকম কথা ক্বুরআন শরীফের কোথায় লিখা আছে জানাবেন ( সূরা ও আয়াত সহ ) । যেহেতু জান্নাত ও জাহান্নাম আল্লাহই দিবেন , তাই এসব ব্যাপারে ক্বুরআন শরীফের রেফারেন্স খুবই জরুরী ।

০৯ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪৩
140520
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : এ কথা বলা হয়েছে কাফির/মুশরিক, ঈমানহীন ও ধর্মদ্রোহী লোকদের উদ্দেশ্য করে।
189306
০৯ মার্চ ২০১৪ দুপুর ০১:১৯
কবি ও ঔপন্যাসিক শাহ্ আলম শেখ শান্ত লিখেছেন : ভাল লাগল । আরো জানতে চাই
০৯ মার্চ ২০১৪ দুপুর ০১:২১
140466
শিহাব আল মাহমুদ লিখেছেন : ইনশাআল্লাহ আরো জানবেন,
189309
০৯ মার্চ ২০১৪ দুপুর ০১:২৪
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
০৯ মার্চ ২০১৪ দুপুর ০১:৩০
140471
শিহাব আল মাহমুদ লিখেছেন : ওয়ালাইকুম সালাম.শুকরান.
189334
০৯ মার্চ ২০১৪ দুপুর ০২:০৬
হতভাগা লিখেছেন : ''ইয়া বুনাইয়া লা তুশ্‌রীক বিল্লাহ , ইন্নাশির্‌কা লা জুলমুন 'আজীম'' - সূরা লুকমান ।

০৯ মার্চ ২০১৪ দুপুর ০২:১৫
140499
শিহাব আল মাহমুদ লিখেছেন : [13] وَإِذ قالَ لُقمٰنُ لِابنِهِ وَهُوَ يَعِظُهُ يٰبُنَىَّ لا تُشرِك بِاللَّهِ ۖ إِنَّ الشِّركَ لَظُلمٌ عَظيم
[13] যখন লোকমান উপদেশচ্ছলে তার পুত্রকে বললঃ হে বৎস, আল্লাহর সাথে শরীক করো না। নিশ্চয় আল্লাহর সাথে শরীক করা মহা অন্যায়।

189340
০৯ মার্চ ২০১৪ দুপুর ০২:১৬
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান। ইয়া আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন ! আমাকে আপনার পথে রাখুন ! আমাকে পৃথিবী,মৃর্ত্যু,আখিরাত কোথাও শাস্তি দিবেন না, আমি আপনাকে ভয় করি। আমাকে জান্নাতুল ফিরদাউস দান করুন ! পৃথিবী এবং আখিরাত উভয় স্থানে কল্যানের মধ্যে রাখুন ! আমিন..
০৯ মার্চ ২০১৪ দুপুর ০২:২৬
140501
শিহাব আল মাহমুদ লিখেছেন : আমীন......
189354
০৯ মার্চ ২০১৪ দুপুর ০২:৫৮
বিন হারুন লিখেছেন : খুবই ভাল লাগার মতো এক পোষ্ট. আল্লাহ আমাদের শিরক থেকে হেফজত করুন.
০৯ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩২
140518
শিহাব আল মাহমুদ লিখেছেন : আমীন
189810
১০ মার্চ ২০১৪ সকাল ১০:২৯
শিহাব আল মাহমুদ লিখেছেন : হতভাগা

189875
১০ মার্চ ২০১৪ সকাল ১১:৩১
সজল আহমেদ লিখেছেন : ওহিদুল ভাইর সাথে সহমত।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File