সমাজকল্যান মন্ত্রীর অসামাজিকতা

লিখেছেন লিখেছেন শিহাব আল মাহমুদ ২৮ জানুয়ারি, ২০১৪, ০৯:২৫:০৩ সকাল



আমি বুঝিনা এগুলো কি আওয়ামীলিগের মন্ত্রী হওয়ার পর আবাল হইছে

নাকি মন্ত্রী হবার আবাল হওয়ার ট্রেনিং নিছে। নিচের ছবিটি দেখুন সমাজ কল্যানমন্ত্রী।

একটি অনুষ্ঠানে শিক্ষার্থীদের সামনে ধুমপান করছেন। দেখতে দেখায় যায় এক ধুমপ্রাণী।

এটাইরে বানাইছে সমাজ কল্যান মন্ত্রী। এখন বুঝতেইতো পারছেন জাতী

এরকম ধুশপ্রাণীর কাছ থেকে কি মিক্ষা নিবে।

দেশের আইনে যদিও প্রকাশ্যে ধুমপান নিষিদ্ধ । তার পরো্ প্রকাশ্যে আইন ভঙ্গ করে ধূম প্রান করেছেন।



হয়তো সম্ভব কারন দেখতে হবে এটা আওয়ামীলিগের সরকারের মন্ত্রী।

এমন এক সরকারের মন্ত্রী যে মন্ত্রী সংবিধান লঙ্গন করে শপথ গ্রহন করেছেন।

প্রথমে যারা সংবিধান মানেনি পরে তারা কিভাবে দেশের আইনের প্রতি শ্রদ্ধা দেখাবে।

মহোদয় মাননিয় মন্ত্রী বলতেও লজ্জা লাগছে।

তবে আপনাদের এই লজ্জাটা লাগবেনা যখন শুনবেন উনি আওয়ামিলিগের মন্ত্রী।

শ্রদ্ধা দিয়ে লিখতে পারলাম না এজন্য দু:খিত

ছি: ছিঃ: ছি: ছি: ছিঃ: ছি: ছি: ছিঃ:

বিষয়: বিবিধ

১২৭৬ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

168787
২৮ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:৫৬
শাফিউর রহমান ফারাবী লিখেছেন : লজ্জা থাকলে তার আত্মহত্যা করা উচিত ভাই।
২৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:০২
122758
শিহাব আল মাহমুদ লিখেছেন : আওয়মিলিগ নামক দলটার অভিধানে লজ্জা শরম বলতে কোন শব্দ নেই।
168790
২৮ জানুয়ারি ২০১৪ সকাল ১০:১০
সাইদ লিখেছেন : আওয়ামিলীগের গণজোয়ারের সবাই বিনা ভোটে জয়ী হয়েছেন তো তাই একটু বেসামাল হয়ে পড়েছেন ।তাদের কাজ কাম তো চ্যাম্পিয়ন হবেই।আল্লাহর কাছে শোকর করুন।প্রকাশ্যে শুধু ধুমপান করেছে ---মদ পান করেন নি। সামনে হয়তো কেউ প্রকাশ্যে ----পান করিবেন।তারপর ----
২৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৪
122759
শিহাব আল মাহমুদ লিখেছেন : জনগন ওদের নির্বাচিত করেনি। ওদের মত ওরা এমপি হয়ছে এখণ যা ইচ্ছা তাই করবে।
168792
২৮ জানুয়ারি ২০১৪ সকাল ১০:১৪
হতভাগা লিখেছেন : যারা আইন বানায় তারা সেই আইনের আওতায় নয় ।
২৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৭
122800
শিহাব আল মাহমুদ লিখেছেন : সকল আইন আওয়ামিলিগের আওতামুক্ত
168811
২৮ জানুয়ারি ২০১৪ সকাল ১১:০৪
২৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৭
122762
শিহাব আল মাহমুদ লিখেছেন : মুজিবের স্বপ্ন পূরনে ও ব্যস্ত https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-prn2/t1/1526679_208422912685268_1786371905_n.jpg
168817
২৮ জানুয়ারি ২০১৪ সকাল ১১:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এর আগে একটা অনুষ্ঠানে নাকি একটু বেসামাল অবস্থায় গান গাইছিলেন তিনি। আর এখন স্কুলে ধূমপান করে প্রমান করলেন তিনি সমাজের কল্যান চান। সিগারেট কোম্পানিগুলির ভাল বিজ্ঞাপন হবে।
২৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৮
122765
শিহাব আল মাহমুদ লিখেছেন : কাকু বেশামাল Rolling on the Floor
168836
২৮ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪৪
নজরুল ইসলাম টিপু লিখেছেন : ওনাকে শিক্ষা মন্ত্রী বানালে বেশী উপকার পাওয়া যেত। দুইদিন আগেই তিনি কলেজের ভিতরে এক ছাত্রকে নাকি জোড় পায়ে লাথি মেরে শিক্ষা দিয়েছেন। বাহ্‌ বাহ্‌ এমন মন্ত্রীই তো জাতি প্রত্যাশা করেছিল। ভাল মানুষ ঘরে ঢুকে গেলে এ জাতীয় মানুষ পদ ও পদবী দখল করবে এটাতো জানা সত্যি কথা।
২৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৯
122766
শিহাব আল মাহমুদ লিখেছেন : ওনাকে শিক্ষা মন্ত্রী বানালে বেশী উপকার পাওয়া যেত
সব গুলো পিঠাইয়া সুজা করতোRolling on the Floor
168858
২৮ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:০১
প্রিন্সিপাল লিখেছেন : যুবকরা তোমরা কোথায়?
এস তোমাদেরকে বিড়ি খাওয়া শিক্ষা দেই।
২৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:০৯
122767
শিহাব আল মাহমুদ লিখেছেন : এই পর্ব শেষ হলে খাঞ্জা.........
২৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
122867
প্রিন্সিপাল লিখেছেন : আর জাঞ্জার পর্ব শেষ করে?
১০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪৭
128635
শিহাব আল মাহমুদ লিখেছেন : আঞ্জা!!
168859
২৮ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:০১
বেআক্কেল লিখেছেন : এই দাতাল মন্ত্রীর প্রথম দিনের কথা হুইনাই আমি বুইঝা ফালাইছিলাম এরে দিয়া সরকারের একটা জবর কাম হইব। প্রথম ক্যামরা পাইয়া সে বলছিল, "হু ইজ বিএনপি, হু ইজ খালেদা" বড় বড় সাহস লইয়া এই কথা সে কইছিল। তার বদনখানি যেমন কালা, অন্তর যে কালা হইবে না সে কথা কোন হালায় কইবে না।
২৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:১০
122769
শিহাব আল মাহমুদ লিখেছেন : ভিটিও আমি দেখেছি.......
168867
২৮ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১৪
বেআক্কেল লিখেছেন : মন্ত্রীর এই কাম দেইখা আমার নাতিও হেই কাম শিকা ফালাইছে, আপনারাও যারা এই কাম চালু করেন নাই, তারাতাড়ি শিইখা লন।

২৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:১১
122771
শিহাব আল মাহমুদ লিখেছেন : আপনার নাতিরে ফিরান নাইলে কিন্তু পরের প্রজন্ম আওয়ামী আদর্শে হইবRolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File