মুসলিম উম্মাহ ও বিশ্বাবাসীর সূখ ও সমৃদ্ধি কামলায় বিশ্ব ইজতেমার আখেরী মোনাজাত শেষ

লিখেছেন লিখেছেন শিহাব আল মাহমুদ ২৬ জানুয়ারি, ২০১৪, ০১:৩৮:৫২ দুপুর



মুসলিম উম্মাহ ও বিশ্বাবাসীর সূখ ও সমৃদ্ধি কামলায় বিশ্ব ইজতেমার আখেরী মোনাজাত শেষ

আমীন আমীন ধ্বনিতে মূখরিত হয়েছে তুরাগতীর।

আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

হে আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা কর .

আমীন - আমীন - আমীন - আমীন - আমীন - আমীন - আমীন - আমীন - আমীন - আমীন - আমীন - আমীন - আমীন - আমীন - আমীন - আমীন - আমীন - আমীন - আমীন - আমীন - আমীন - আমীন - আমীন - আমীন - আমীন - আমীন - আমীন - আমীন - আমীন - আমীন - আমীন - আমীন - আমীন - আমীন -

২পর্ব শুরু হবে ৩১ ফেব্ররুয়ারী ......



আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। বেলা ১২টা ৫৫মিনিটে শুরু হয় আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করেন দিল্লির মাওলানা যুবায়েরুল হাসান।







বিষয়: বিবিধ

১৩৫৪ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

167872
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:০১
বিন হারুন লিখেছেন : আমাদের ক্ষমা করো. আ-মীন
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১৬
121781
শিহাব আল মাহমুদ লিখেছেন : হে আল্লাহ আমাদের সঠিক পথে চলার তওফিক দান কর আমিন
আপনাকে ধন্যবাদ
167873
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:০৫
বড়মামা লিখেছেন : ভালো আল্লাহ যেন সবাইকে সঠিক ইসলাম বুঝার তফিক দন।আামিন ।আপনাকে অনেক ধন্যবাদ ।
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১৪
121778
শিহাব আল মাহমুদ লিখেছেন : আমিন আমিন..

আপনাকেও ধন্যবাদ.
167874
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:১২
বেআক্কেল লিখেছেন : এইভাবে আমিন আমিন বইলা যদি লাখো মানুষ চোখের জ্বলে আরেকটি তুরাগ নদী বানাইয়া ফেলে তারপরও কোন কাম হইব না।

কোরআন হাদিসের কোথায় তারা এসব আজগুবী এবাদতের ঠিকানা পাইল আমার মাথায় আসেনা।

আল্লাহর নবীর বিদায় হজ্জের ভাষণেও এতবার আমিন বলার সুযোগ ছিল কিনা আমার সন্দেহ।

বে আকল বলে মাপ কইরা দিয়েন, কথা একটা মাথায় আমিল তাই বাঙ্গাল নেন্ত্রী হাসিনা আপার মত বটর করিয়া বলে ফেললাম।
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:২১
121782
শিহাব আল মাহমুদ লিখেছেন : কিছু বলার নাই আপনাদেরমত মানুষদের।
আপনাদের এসমস্ত কথাবার্তায় কিছু যায় আসেনা।

আর বিশ্ব ইজতেমা নিয়ে আপনাদের এতো ছুলকানি কেন আমারও মাথায় আসেনা। ধন্যবাদ.
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৮
121787
বেআক্কেল লিখেছেন : আপনি মন্তব্য করার জন্য পোষ্ট দিয়াছেন, তাই মন্তব্য করেছি! বকাঝকা করছেন কেন? আপনিও কি আওয়ামীলীগ করেন নাকি? এটা তো তাদের জন্য শুভা পায়। আমি বে আকল হইতে পারি তবে খাটো আকলের মানুষ না!
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৭
121790
শিহাব আল মাহমুদ লিখেছেন : এখানে বকা আর ঝকা পাইলেন কই?
তাছাড়া আমিতো কমেন্ট করতে বাধ্য করেনি।

আপনে মিয়া পুরাই একটা আওয়ামিলিগ
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৫১
121795
বেআক্কেল লিখেছেন : আমি ফকির মিসকিন হয়ে রাস্তার পাশে মরতে চাই তারপরও আওয়ামীলীগ হয়ে মরতে চাইনা। কথা দিলাম আপনার বদ দোয়ার ভয়ে আর কোন দিন আপনার এই পোষ্টে মন্তব্য করব না।
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৫
121798
শিহাব আল মাহমুদ লিখেছেন : আমি আপনার জন্য বদ দোয়া করেনি।
আর মন্তব্য করা না করা এটা আপনার ব্যপার। ধন্যবাদ
167881
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:২৪
আওণ রাহ'বার লিখেছেন : ইজতেমায় যাওয়া হলোনা Sad Crying
যাওয়ার ইচ্ছা ছিলো Sad Crying
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:২৭
121785
শিহাব আল মাহমুদ লিখেছেন : যান. যাওয়ার সুযোগতো আছেই..
না গেলেতো সমস্যা নাই ্‌ ধন্যবাদ
167924
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৪২
প্যারিস থেকে আমি লিখেছেন : ঘরের মধ্যে মরা ইদুর রেখে ইদুরের দুর্গন্ধ থেকে বাচার জন্য সারাদিন আল্লাহ তুমি বাচাও আল্লাহ তুমি বাচাও আর আমিন আমিন করলে কি ইদুরের দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়া যাবে।
২৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৫৮
121827
শিহাব আল মাহমুদ লিখেছেন : তাবলিগ নিয়ে কিছু মানুষের ছুলকানি থাকবেই। তাবলীগ যদি জামাত-শিবিরের সঙ্গে আন্দোলন করতো তাহলে চুলকানি কমে যেত। এরাই হেফাজত ইসলামকে সমর্থন করে আবার এরাই তাবলিগের বিরুদ্ধে লেগে আছে। সাবি্কে এক পথে চললে হবে না। ইসলামী আন্দোলন এরাই করছে আবার এরাই তাবলীগের মাধ্যমে দ্বীনের কাজ করছেন।
২৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:২৭
121860
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাই চুলকানি নয় এটাই যে বাস্তবতা। আর এই ধরনের দাওয়াতি কাজ নবি রাসুলদের জীবনিতে পাইনিতো তাই বুঝতেছিনা।
২৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫৩
121878
শিহাব আল মাহমুদ লিখেছেন : রাসুলের জীবনিতে ইন্টারনেট ছিলনা, তাহলে কেন ইন্টারনেটে ইসলাম প্রচার করছেন?
168384
২৭ জানুয়ারি ২০১৪ সকাল ০৬:১১
সাইদ লিখেছেন : আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দেন।
২৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:৩১
122774
শিহাব আল মাহমুদ লিখেছেন : আমীন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File