............স্বাধীনতা মানে কি ব্যবসা?
লিখেছেন লিখেছেন শিহাব আল মাহমুদ ১৯ ডিসেম্বর, ২০১৩, ০৪:৩১:০৪ বিকাল
..............................................স্বাধীনতা মানে কি ব্যবসা?
শৈণ্যলতা নামে একটা গাছ আছে। গাছটি আগাছা নামে পরিচিত। শৈণ্যলতা নামে এই আগাছা যে গাছের উপর বাস করে গাছটির বাপের নাম ভুলিয়ে দেয় যতক্ষননা আগাছা গাছটিকে কেটে ফেলা না হয়।
এই আগাছা গাছের আওয়ামিলিগ বাংলাদেশের উপর বাস করছে। ফলে দেশটার ১২টাতো আরো আগেই বাজাই দিছে। এখন তেরটা বাজানোর চেষ্টা করতেছে।
একটা গাছ বাচাতে যদি আমারা আরেক আগাছা কেটে ফেলি...
ওদের কাছে ইমান ও ইসলাম সর্বাদাই হুমকির মূখে। তাহলে কেন একটি দেশে ইমান ও ইসলাম, নাগরিকের স্বাধীনতা,সার্ভমৌত্ব রক্ষায় সর্বাত্বক আন্দোলনের মাধ্যমে আওয়ামিলিগ নামক আগাছাকে............... সামনে আর না বলি।
স্বাধীনতা মানে কি চুপ থাকা?
স্বাধীনতা মানে কি সত্য বলা যাবে না?
স্বাধীনতা মানে কি সত্য বললেই গুম,খুন হত্যা করে ফেলা? জেলে বন্দি করে রাখা?
মরহুম ইসলামি সংগীতের রাজা আইন উদ্দিন আল আজাদের কণ্ঠে গাওয়া..
স্বাধীনতা মানে কি ব্যবসা?
না হয় দেশে কেন এতো সমস্যা?
নাহ! স্বাধীনতা ব্যবসা নয়! স্বাধীনতা আমার প্রিয় মানুষের রক্তের কেনা অমূল্য ফসল।
বিষয়: বিবিধ
১১৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন