২৭-২৮-২৯ তিন দিনের হরতাল দিলেন বেগম জিয়া
লিখেছেন লিখেছেন শিহাব আল মাহমুদ ২৫ অক্টোবর, ২০১৩, ০৫:৩৬:৩৮ বিকাল
২৭-২৮-২৯ তিন দিনের হরতাল আসছে আবারো। আজকের সমাবেশে ঘোষনা দিলেন ১৮ দলের নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি বলেন ২৭ তারিখের পর এই অবৈধ সরকারের আদেশ মানবে না।
তবে নাস্তিক্ ও ফ্যাসিবাদী সরকারকে হটাতে হলে শুধু হরতাল নয় অবরোধ ও অবস্থানের মত কঠোর কর্মসূচী দিতে হবে। না হয় কোনভাবে নির্বাচন ঠেকানো যাবে না। তবে আসছে হরতাল সর্বাত্বকভাবে সফল করতেই হবে। এবং নতুন কর্মসূচী অবস্থান অবরোধ হরতালের পরপরই ঘোষনা দিয়ে সারা বাংলাদেশে আন্দোলন শুরতে হবে। অবৈধ,নাস্তিক লালনকারী ইসলাম বিদ্বেষী এই সরকারের নাওয়া খাওয়া হারাম করে দিতে হবে। আন্দোলনের মূখে ঘুমও হারাম করতে হবে। আর হয় এই হাসিকে কোন ভাবেই হঠানো সম্ভব নয়।
আপাতত হরতালকে সফল করুন.........।
বিষয়: বিবিধ
৯৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন