জাতি হতাশ
লিখেছেন লিখেছেন শিহাব আল মাহমুদ ১৮ অক্টোবর, ২০১৩, ০৮:২০:০৫ রাত
জাতির উদ্দেশ্যে দেয়া হাসিনার ভাষনের জনগনের কোন কথা নেই। সবই ছিল আওয়ামীলিগ কিভাবে ক্ষমতায় থাকা যায় সেই পরিকল্পনার কথা। কেয়ার টেকার দেয়া হবেনা। যা অসাংবিধানিক সরকার। কিন্তু তিনিই ক্ষমতায় থাকার জন্য নিজের সুবিধার্থে সংবিধান পরিবর্তন করেন এবং কেয়ারটেকার সরকার বাতিল করেন। তিনি আরেকটি মিথ্যাচার করেন বিদ্যুত নিয়ে। হাসিনা সরকার আসার পর থেকেই বিদ্যুত অনেক উন্নয়ন হয়েছে। কিন্তু গ্রামে গঞ্জে হাসিনার কথার সাথে মিল নেই। লোডশোডিং বাড়িয়ে ২ঘন্টার পরিবর্তে ৪-৫ঘন্টা করা হয়েছে। যদিও শাস্তিস্বরুপ প্রধানমন্ত্রী থেকে জনগনের জন্য উপহার।শাপলা চত্বর নিয়েও মিথ্যাচার করেন। ইসলাম শাস্তির ধর্ম কথাটা বললেও তিনি আগামীতে ক্ষমতায় আসলে ইসলাম উপর আঘাত আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে এমন কোন কথা বলেন নি(যদিও আমি আগামী হাসিনাকে ক্ষমতায় দেখতে চাই না)। শেষে তিনি তার ছোট ভাই রাসেল এর কথা স্বরন করে বলেন কি অবরপধ ছিল এই শিশু বাচ্চাটির। ঠিক আমি প্রধানমন্ত্রীর সাথে একমত অন্যায়ভাবে কাউকে হত্যা করা আমিও সমর্থন করি না। কিন্তু বিগত ২৮ অক্টোবর লৈগি বৈঠার হত্যা. গেল বছর ৫মে আলেম হত্যা,ছাত্র হত্যা.সাইদি মুক্তি আন্দোলেনর মিছিলে অন্যায়ভাবে গুলি করে শশ ছাত্র হত্যার এসব মায়েদের কান্না এখনও দামেনি।হাসিন সন্তানহারা মায়েদের জন্য একটু দু:খ প্রকাশও করেনি। আপনি আপনার ভাইয়ে জন্য দেশবাসির কাছে দোয়া চাইলেন,হ্যা দোয়া জনগন অবশ্যই করবে শিশু রাসেলের কোন দুশ ছিল না। কিন্তু একটি জবাবতো আপনি দিতে পারবেন না জনগনের কাছে। কি দুশ ছিল শাপলা চত্বরে ঘুমন্ত আলেমদের।
:আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত জাতির উদ্দ্যশ্যে ভাষন দিয়েছেন"
বিষয়: বিবিধ
১২৮০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন