দোয়া করতে আল্লাহর নির্দেশ

লিখেছেন লিখেছেন শিহাব আল মাহমুদ ২৭ সেপ্টেম্বর, ২০১৩, ০১:১৪:০০ দুপুর



পবিত্র কোরআনে দোয়া

মহান আল্লাহ্ তায়ালা মানব জাতিকে হেদায়াত করার জন্য পবিত্র কোরআন নাযিল করেছেন। এতে একদিকে যেমন তিনি স্রষ্টার অস্তিত্ব ও একত্ব, সৃষ্টি ও সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে বলেছেন তেমনি ইবাদতের পদ্ধতি, মানুষের জন্য কল্যাণকর ও অকল্যাণকর বিষয়সমূহ, মানুষের ভুল-ভ্রান্তি, পাপ-অনুতাপ, পুরস্কার-প্রতিদান ইত্যাদি বিষয় সম্পর্কেও উল্লেখ করেছেন।

আল্লাহ্‌র সন্তুষ্টি অর্জন অথবা ভুল-ত্রুটি মার্জনা, অথবা বিপদাপদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কীভাবে তাঁকে ডাকতে হবে সে সম্পর্কে কোরআনে দিক নির্দেশনা দেয়া হয়েছে। নবী-রাসূল (আঃ) ও মুমিন বান্দারা কীভাবে মহান আল্লাহ্‌র কাছে দোয়া করতেন, তাঁর কাছে কী কী বিষয় প্রার্থনা করতেন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে সেসব বর্ণিত হয়েছে। নিচে এসব আয়াতের মধ্য থেকে কয়েকটি উল্লেখ করা হলো।

মহান আল্লাহ্‌র কাছে দোয়া করা সংক্রান্ত আয়াত :

আল্লাহ্ তায়ালা পবিত্র কোরআনে তাঁর কাছে দোয়া করতে বলেছেন। কোরআনের সূরা মুমিন-এর ৬০ নং আয়াতে মহান আল্লাহ্‌ বলছেন :

...ادْعُوْنِيْ أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِيْنَ يَسْتَكْبِرُوْنَ عَنْ عِبَادَتِيْ سَيَدْخُلُوْنَ جَنَنَّمَ دَاخِرِيْنَ

‘...তোমরা আমাকে ডাক, আমি তোমাদের ডাকে সাড়া দেব। যারা অহংকারবশে আমার ইবাদতে বিমুখ, তারা অবশ্যই লাঞ্ছিত হয়ে জাহান্নামে প্রবেশ করবে।’

দোয়া করার পদ্ধতি :

মহান আল্লাহ্ পবিত্র কোরআনে মানুষকে তাঁর নিকট দোয়া করার পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। তিনি বলেন :

...فَمِنَ النَّاسِ مَنْ يَقُوْلُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا وَ مَا لَهُ فِي الْآخِرَةِ مِنْ خَلَاقٍ وَ مِنْهُمْ مَن يَقُوْلُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَ فِي الْآخِرَةِ حَسَنَةً وَ قِنَا عَذَابَ النَّارِ أُولئِكَ لَهُمْ نَصِيْبٌ مِمَّا كَسَبَوْا و اللهُ سَرِيْعُ الْحِسَابِ

...‘মানুষের মধ্যে যারা বলে, “হে আমাদের প্রতিপালক! আমাদেরকে ইহকালেই দাও”, বস্তুত পরকালে তাদের জন্য কোন অংশ নেই। আর তাদের মধ্যে যারা বলে, “হে আমাদের প্রতিপালক! আমাদের দুনিয়াতে কল্যাণ দাও এবং আখিরাতে কল্যাণ দাও এবং আমাদেরকে আগুনের শাস্তি থেকে রক্ষা কর”, তারা যা অর্জন করেছে তার প্রাপ্য অংশ তাদেরই। বস্তুত আল্লাহ্‌ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর।’-(সূরা বাকারা : ২০০-২০২)।

প্রার্থিত বিষয় :

সরল পথ প্রদর্শন :

اَلْحَمْدُ للهِ رَبِّ الْعَالَمِيْنَ الرَّحْمَانِ الرَّحِيْمِ مَالِكِ يَوْمِ الدِّيْنِ إِيَّاكَ نَعْبُدُ وَ إِيَّاكَ نَسْتَعِيْنُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَ صِرَاطَ الَّذِيْنَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوْبِ عَلَيْهِمْ وَ لَا الضَّالِّيْنَ

‘সকল প্রশংসা জগতসমূহের প্রতিপালক আল্লাহ্‌রই, যিনি দয়াময়, পরম দয়ালু, কর্মফল দিবসের মালিক। আমরা শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি, আমাদেরকে সরল পথ প্রদর্শন কর, তাদের পথ, যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছ, তাদের পথ নয় যারা ক্রোধ-নিপতিত ও পথভ্রষ্ট।’-(সূরা ফাতিহা : ১-৭)

গুরু দায়িত্ব অর্পণ না করা :

...رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِنْ نَسِيْنَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَ لَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَ لَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَ اغْفِرْلَنَا وَ ارْحَمْنَا أَنْتَ مَوْلَانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ

...‘হে আমাদের প্রতিপালক যদি আমরা বিস্মৃত হই অথবা ভুল করি তবে তুমি আমাদেরকে পাকড়াও কর না। হে আমাদের প্রতিপালক! আমাদের পূর্ববর্তীদের ওপর যেমন গুরুদায়িত্ব অর্পণ করেছিলে আমাদের ওপর তেমন দায়িত্ব অর্পণ কর না। হে আমাদের প্রতিপালক! এমন ভার আমাদের ওপর অর্পণ কর না যা বহন করার শক্তি আমাদের নেই। আমাদের পাপ মোচন কর, আমাদের ক্ষমা কর, আমাদের প্রতি দয়া কর, তুমিই আমাদের অভিভাবক। সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য কর।’ (সূরা বাকারা : ২৮৬)

অন্তরকে সত্য পথে দৃঢ় রাখার জন্য :

رَبَّنَا لَا تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَ هَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ

‘হে আমাদের প্রতিপালক! সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে সত্য লঙ্ঘনপ্রবণ কর না এবং তোমার নিকট হতে আমাদেরকে করুণা দাও, নিশ্চয়ই তুমি মহাদাতা।’ (সূরা আলে ইমরান : ৮)

বাবা-মার জন্য প্রার্থনা :

...رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِيْ صَغِيْراً

...‘হে আমার প্রতিপালক! তাদের প্রতি দয়া কর যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছিলেন।’-(সূরা বনী ইসরাঈল : ২৪)

কল্যাণ কামনা :

...رَبِّ ادْخِلْنِيْ مُدْخَلَ صِدْقٍ وَ أَخْرِجْنِيْ مُخْرَجَ صِدْقٍ وَ اجْعَلْ لِيْ مِنْ لَدُنْكَ سُلْطَاناً نَصِيْراً

...‘হে আমার প্রতিপালক! আমাকে প্রবেশ করাও কল্যাণের সাথে এবং আমাকে নিষ্ক্রান্ত করাও কল্যাণের সাথে এবং তোমার নিকট হতে আমাকে দান কর সাহায্যকারী শক্তি।’-(সূরা বনী ইসরাঈল : ৮০)

জ্ঞান বৃদ্ধির জন্য দোয়া :

...رَبِّ زِدْنِيْ عِلْماً

...‘হে আমার প্রতিপালক! আমাকে জ্ঞানে সমৃদ্ধ কর।’-(সূরা তা-হা : ১১৪)

শয়তানের প্ররোচনা হতে আশ্রয় কামনা :

...رَبِّ أَعُوْذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِيْنِ وَ أَعُوْذُ بِكَ رَبِّ أَنْ يَحْضُرُوْنِ

...‘হে আমার প্রতিপালক! আমি তোমার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হতে, হে আমার প্রতিপালক! আমি তোমার আশ্রয় প্রার্থনা করি আমার নিকট তাদের উপস্থিতি হতে।’-(সূরা মু’মিনূন :৯৭-৯৮)

ক্ষমা প্রার্থনা :

...رَبِّ اغْفِرْ وَ ارْحَمْ وَ أَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ

...‘হে আমার প্রতিপালক! ক্ষমা কর ও দয়া কর, তুমিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু।’-(সূরা মু’মিনূন : ১১৮)

স্ত্রী-সন্তান কামনা :

...رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَ ذُرِّيَّتِنَا قُرَّةَ أَعْيُنِ وَ اجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ إِمَاماً

...‘হে আমাদের প্রতিপালক! আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান-সন্ততি দান কর যারা হবে আমাদের জন্য নয়নপ্রীতিকর এবং আমাদেরকে কর মুত্তাকীদের জন্য অনুসরণযোগ্য।-(সূরা ফুরকান : ৭৪)

কৃতজ্ঞতা প্রকাশ করতে পারার সামর্থ্য কামনা :

...رَبِّ أَوْزْعْنِيْ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِيْ أَنْعَمْتَ عَلَيَّ وَ عَلَى وَالِدَيَّ وَ أَنْ أَعْمَلَ صَالِحاً تَرْضَاهُ وَ أَصْلِحْ لِيْ فِيْ ذُرِّيَّتِيْ إِنِّيْ تُبْتُ إِلَيْكَ وَ إِنِّيْ مَنَ الْمُسْلِمِيْنَ

...‘হে আমার প্রতিপালক! তুমি আমাকে সামর্থ্য দাও, যাতে আমি তোমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, আমার প্রতি ও আমার পিতা-মাতার প্রতি তুমি যে অনুগ্রহ করেছ, তার জন্য এবং যাতে আমি সৎকাজ করতে পারি যা তুমি পছন্দ কর; আমার জন্য আমার সন্তান-সন্ততিদেরকে সৎকর্মপরায়ণ কর, আমি তোমারই অভিমুখী হয়েছি এবং আমি অবশ্যই আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত।’-(সূরা আহকাফ : ১৫)

বিষয়: বিবিধ

১২৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File