মাদ্রাসা শিক্ষা জিন্দাবাদ.. আবুল লাহাব আবু জেহেলেদের মতই জয়
লিখেছেন লিখেছেন শিহাব আল মাহমুদ ১৫ সেপ্টেম্বর, ২০১৩, ০১:০৫:০০ দুপুর
উপমহাদেশের ইসলামি শিক্ষার প্রানকেন্দ্র..আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম ( হাটহাজারি মাদ্রাসা ) চট্টগ্রাম
একটি অনুষ্ঠানে জয় বলেছে মাদ্রাসা শিক্ষার হার বেড়ে গেছে। মাদ্রাসা ছাত্র/ছাত্রীও বেড়েছে। তাই এখন থেকেই আমার মাদ্রাসা শিক্ষা কমিয়ে নিতে আন্দোলন শুরু করে দিয়েছি।
মাদ্রাসা শিক্ষা বন্ধ করা মানে ইসলাম বন্ধ করে দেয়া। জয় যে করতে যাচ্ছে পূর্বেকার বুল লাহাব আবু জেহেলেরা ইসলাম কে বন্ধ করতে অনেক ষরযন্ত্র করেছে কিন্তু সফল হয়নি। বরং নিজেই ধ্বংস হয়েছে। জয়েরও এই অবস্থা হবে।
ইনশা আল্লাহ ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ষরযন্ত্রকারী সফল হবে না। ক্রমেই মাদ্রাসা বাড়ছে আগামী আরো ছাত্র/ছাত্রীর এবং শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি হবে।
বাংলাদেশে উল্লেখ যোগ্য কয়েকটি মাদ্রাসার ছবি:-
জামিয়া ক্বোরআনিয়া আরাবিয়া লাবাগ মাদ্রাসা ঢাকাJamia Qur'ania Arabia Lalbagh
Jamia Islamia Darul Uloom Madani Nagar Dhaka জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানি নগর ঢাকা
জামিয়া লুতফিয়া আনোয়ারুল উলুম হামিদনগন বরুনা মাদ্রাসা মৌলবী বাজার।
Jamia Luthfia Anwarul Uloom Hamidnagar (Boruna Madrasah)
গহরপুর মাদ্রাসা সিলটে
Jamia Tawakkulia Renga, Sylhet জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা সিলেট
বিষয়: বিবিধ
১২৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন