ঈদের আনন্দ নিয়ে নতুন কাপর কিনা হয়না
লিখেছেন লিখেছেন শিহাব আল মাহমুদ ০৬ আগস্ট, ২০১৩, ০৪:১২:২৫ বিকাল
বেশী নয় মাত্র দেড় বছরের প্রবাসি জীবন। ২টা ঈদ পেরিয়ে তিন নাম্মার ঈদ উতযাপন করতে যাচ্ছি। রমাজানের ঈদুল ফিতর। ভাগ্যের এক নির্মমপরিহাসে চলে আসি প্রবাসী জীবন কাটাতে মধ্যপাচ্যের একটি রাষ্ট্রে। ভালই চলছে। মোটামোটি আনন্দেই যাচ্ছি দিন গুলো। কাজের ব্যস্তাও রয়েছে অনেক। তার পরও ক্লান্তি নেই। চলছেতো চলেছেই আমার দিন গুলো।
বছর আরামে আনন্দে গেলেও আনন্দ সময় ঈদ আসলে খুশি আনন্দ একেবারে ভাটা পড়ে যাই। ইচ্ছা করলেও ভাল করে হাসতে পারিনা। ঈদ আসছে আনন্দ করবো না তা না আনন্দ যেন কোথাও লুকিয়ে আছে খুজে বের করতে হবে।
দেড় বছররের প্রবাসী জীবনে দুইটা ঈদে ঈদ উপলক্ষে কাপর কিনা হয়নি। সাধও জাগেনি ঈদ আসছে কাপর কিনবো। এবারের ঈদে তেমন ঈচ্ছা নেই কিনিনাই এখনও। এক বন্ধুর অনুরোধ রাখতে হয়তো আজ রাতে মার্কেটে যেতে পারি। কিন্তু আমার তেমন একটা আগ্রহ নেই। ছোটবড় ভাইবোন মা বাবা বলবেনা কাপড়টা খুব সুন্দর লাগে। ঈদের জামাতে যাওয়ার জন্য ভোরে ঘুম থেকে উঠার জন্য আমাকে ডাকার মত কেউ নেই। ছোট বোন এসে টুষ্টমি করে গায়ে পানি দিবেনা।
যেভাবে কাটে ঈদের দিনটা:
ভোর ৪টা ঘুম থেকে উঠে ফজেরর নামাজ পড়ি। নামাজ শেষে গোসল করে ঈদে জামাজে যাই। নামাজ শেষে ভুল যায় যে আজ দিনটা ঈদ বা আনন্দের দিন। পরেরে দিন থেকে সেই ব্যস্ততা।
আমার সহজ সরল বাংলা লেখার মত আনন্দহীন অন্তরে অন্তরস্থল থেকে আপনারতদে সবাইকে জানাই ইদ মোবারক।
বিষয়: বিবিধ
১৬৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন