এইবার এইবার শহীদ বুদ্ধিজীবীদেরকে নিয়ে বোমা ফাটালেন বাংলার বাঘ কাদের সিদ্দিকী!
লিখেছেন লিখেছেন শিহাব আল মাহমুদ ৩১ জুলাই, ২০১৩, ০৩:২৮:০৭ দুপুর
এইবার শহীদ বুদ্ধিজীবীদেরকে রীতিমত কটাক্ষ করে বলেন,শহীদ বুদ্ধিজীবীরা পাকিস্তানপন্থী সুবিধাভোগী ছিলেন । শুধু বেতন-ভাতার জন্য তারা পালিয়ে যাননি,বরং ঢাকায় অবস্থান করেছেন এবং এই কারণেই তারা মৃত্যুবরণ করেছেন। শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বেশি বাড়াবাড়ি করা হয় বলে উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, বাংলাদেশ স্বাধীন হবে এইটুকু বোঝার ক্ষমতা ওই বুদ্ধিজীবীদের ছিল না।
তিনি বলেন, ডিসেম্বর মাসে দেশ স্বাধীন হবে- বাংলাদেশের ওই বুদ্ধিজীবীরা যদি এটা বুঝতে পারতেন,এটি যদি তাদের বুদ্ধিতে কুলাতো,অতো বুদ্ধি যদি তাদের থাকতো,তাহলে তারা নভেম্বরের
শেষদিকে ঢাকা থেকে পালাতেন।
তারা মনে করেছেন, এই দেশ স্বাধীন-টাধিন হবে না, আর হলেও কতদিনে হবে (তার ঠিক নেই)। আমরা আরো দু’চার বছর বেতন-টেতন ঠিকমতো নিয়ে ঢাকা শহরে ঠিকই থাকতে পারবো।
বঙ্গবীর কাদের সিদ্দিকী আরও বলেন,যে মানুষগুলো পাকিস্তান রক্ষার জন্য (ডিসেম্বরের) ১৩/১৪ তারিখ পর্যন্ত নিজেদের সমস্ত মেধা পাকিস্তানকে দান করেছেন, তাদেরকে আমরা কি-যে সম্মান
দিলাম!'"
বিষয়: বিবিধ
১৬৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন