"আবারও তথ্য সন্ত্রাসের শিকার হতে যাচ্ছে হেফাজত
লিখেছেন লিখেছেন শিহাব আল মাহমুদ ২৪ জুলাই, ২০১৩, ১০:০০:৫০ সকাল
সম্প্রতি চ্যানেল আই তে প্রচারিত একটি রিপোর্টের মাধ্যমে জানতে পারলাম , ঈদের পর নাকি গনমানুষের প্রিয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশ করা হবে । আর এ কাজটি করবে ইসলামের দুশমন শাহরিয়ার কবিরের নেতৃত্বে একদল বামপন্থি ও তাদের ভূঁইফোড় সংগঠন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি । বাংলাদেশের সর্বস্তরের জনগন যে কটি সংগঠনকে ঘৃনাভরে প্রত্যাখান করেছে ঘাতক দালাল নির্মূল কমিটি সেগুলোর মধ্যে অন্যতম । তথাকথিত এই সংগঠনটির নেতারা বরাবরই মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও , মূলত তারা চেতনা নিয়ে ব্যবসা করে । তাই এদেশের মানুষ এখন তাদেরকে চেতনা ব্যবসায়ী নামে ডাকতে বেশী পছন্দ করে ।
দেশবরেন্য ওলামায়ে কেরাম এই সংগঠনটির মূলহোতা শাহরিয়ার কবিরকে বহু আগেই মুরতাদ সাব্যস্ত করেছেন । ভয়ংকর ধর্মবিদ্বেষী এই লোকটির মুখে এখন মুক্তিযুদ্ধের চেতনার বুলি শুনতে শুনতে অতিষ্ট হয়ে গিয়েছেন ।অথচ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুক্তিযুদ্ধের চেতনাধারী শাহরিয়ারের ভূমিকা ছিল খুবই জঘন্য । অবিশ্বাস্য হলেও সত্য যে তিনি মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনীর মুরগী সরবারহ করতেন । যা এদেশের আপামর জনসাধারণের মুখে মুখে প্রচলিত । তাইতো এ জাতি আজও তাকে শ্রদ্ধাভরে স্মরণ করে মুরগী শাহরিয়ার কিংবা মুরগী চোর শাহরিয়ার বলে ।
চ্যালেন আইতে প্রচারিত রিপোর্টে শুনলাম শাহরিয়ার কবির নাকি হেফাজত নেতাদের সাথে আল কায়েদার সম্পর্ক খুঁজে পেয়েছেন । বলি কি , আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে , চোরের মায়ের বড় গলা । দেশের বড় দুই দলের দুই নেত্রীর মুখে কথাটি খুব বেশী শোনা যায় । জানি না , কোন নেত্রীর ছেলে কত বেশী চোর ! তবে কলম দ্বারা চুরি করে শাহরিয়ার যে আঙুল ফুলে কলাগাছ হয়েছেন আশা করি এ বিষয়ে কেউ সন্দেহ পোষন করবেন না । মানুষের বেশধারী এই নরপশু যে শুধু বিদ্যা কিংবা অর্থ চুরির সাথে জড়িত তা নয় , মুরগী , চেতনা , ধর্ম , বর্ণসহ সব ধরনের চুরিতেই ওস্তাদ তিনি ।
| আগামিকাল থাকছে লেখাটির দ্বিতীয় অংশ |
বিষয়: বিবিধ
১৩২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন