দেশে ফিরে মহিলা মাদরাসায় ভর্তি হবার জন্য মালালর প্রতি তালেবানের আহ্বান

লিখেছেন লিখেছেন শিহাব আল মাহমুদ ১৯ জুলাই, ২০১৩, ১২:৪৩:৫৩ দুপুর



নিজের দেশে ফিরে এসো। কলম ধর তাদের বিরুদ্ধে যারা আজ ..যারা পুরো মানবতাকে দাসত্ব প্রথায় আবদ্ধ করে ফেলতে সূক্ষ্ম ষড়যন্ত্র করে। পাকিস্তান তালেবান নেতা আদনান রশিদ একটি চিঠিতে বলেন , নারী শিক্ষার প্রচারণার জন্য মালালার ওপর হামলা চালানো হয়নি, তিনি তালেবানদের বিরুদ্ধে প্রচারণায় নেমেছিলেন বলেই হামলা চালানো হয়েছিল। তালেবানরা নারী শিক্ষার বিরুদ্ধে নয় দাবি করে সমপ্রতি জাতিসংঘে দেয়া মালালার ভাষণের উদ্ধৃতি টেনে তিনি লিখেছেন, তুমি বলেছ তোমার কলম তরবারির চেয়ে বেশি শক্তিশালী, তুমি তরবারির জন্যই আক্রান্ত হয়েছিলে, বই কিংবা স্কুলের জন্য নয়। আদনান রশিদ তার চিঠিতে আরও লিখেছেন, তিনি নিজে ইউসুফজাই গোত্রের হওয়ার কারণে মালালাকে ব্যক্তিগত উদ্যোগে এ ‘উপদেশবাণী’ লিখছেন। মালালার ওপর গুলিবর্ষণের ঘটনার নিন্দা না জানিয়ে তিনি বলেন, ওই গুলিবর্ষণ সঠিক ছিল কি-না সে বিচার সৃষ্টিকর্তা করবেন। তিনি মালালার ওপর হামলার আগেই তার প্রচারাভিযান সম্পর্কে জানতে পেরেছিলেন বলে উল্লেখ করে আদনান রশিদ বলেন, হামলার আগেই যদি তিনি মালালাকে উপদেশ দিয়ে ‘তালেবান বিরোধী প্রচারাভিযান’ থেকে বিরত রাখতে পারতেন তাহলে তিনি খুশি হতেন।

বিষয়: বিবিধ

১৪৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File