অপরাধী কখনও কাদেনা. বিনা অপরাধে শাস্তি তাই কাদলেন প্রভূর দরবারে!!!

লিখেছেন লিখেছেন শিহাব আল মাহমুদ ১৮ জুলাই, ২০১৩, ১১:৪০:২৩ সকাল



তিনি অপরাধী নয় তাই তিনি কাদলেন। অপরাধি কখনও কাদেনা। তাই সাবেক মন্ত্রী মোজাহিদ রায়ের পরই কাটগড়ায় বলেছিলেন ইসলাম আন্দোলনই আমার অপরাধ।একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাউ মাউ করে কেঁদেছেন।বুধবার রায়ের পর তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে রাখা হয়। সেখানে তিনি বিষন্নমনে হঠাৎ হাউ মাউ করে কেঁদে ফেলেন। সূত্রমতে, বুধবার সন্ধ্যায় ইফতারী করার সময় তেমন কিছু খাননি মুজাহিদ। তার ফাঁসির দণ্ডের কথা মনে করে বার বার কাঁদছিলেন আর চোখ মুছেছেন।মন্ত্রী ছিলেন বিধায় দণ্ড দেওয়ার আগে তিনি ভিআইপি মর্যাদায় কারাগারে ডিভিশন পেয়েছেন। এখন তার আর ডিভিশন নেই। তার ডিভিশন রায় ঘোষণার পর থেকেই বাতিল করা হয়েছে। তাকে আগামী এক সপ্তাহের মধ্যে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হতে পারে।একনজন তার অপরাধের শাস্তি অবশ্য পেতে হবে। রাসুলের আদেশ আছে যদি তোমারা ছেলেও দোষ করে থাকে অবশ্য ছেলেও শাস্তি দিতে হবে। বাংলাদেশ যুদ্ধপরাধীর নামে দন্ড দেয়া হচ্ছে প্রথম থেকেই প্রশ্নবৃদ্ধ। ট্রাইবুনাল নিয়ে বিদেশ একটি পত্রিকায় খবর ছাপিয়েছে বাংলাদেশর ট্রাইবুলামন নিজেই কাটগড়ায়। অধ্যাপক গোলাম আযমের রায়ের পরই খবরটি প্রকাশ হয়।

বিষয়: বিবিধ

১৭৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File