বুধবার থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু

লিখেছেন লিখেছেন শিহাব আল মাহমুদ ০৯ জুলাই, ২০১৩, ০৬:১৯:৩৫ সন্ধ্যা



মধ্যপ্রাচ্যে ইফতারের দৃশ্য

১০ জুলাইন বুধবার থেকে মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান শুরু হচ্ছে । গতকাল চাঁদ দেখা কমিটি এ ঘোষণা দিয়েছে। সোমবার তারা মাগরিবের নামাজের পর বৈঠকে বসেন। কিন্তু কোথাও চাঁদ দেখার খবর তারা পাননি। ফলে ওই কমিটি ঘোষণা দেয়, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান শুরু হবে। এ বিষয়ে তারা একটি বিবৃতি দিয়েছে। তবে এ সিদ্ধান্ত দিতে এবারই সবচেয়ে বেশি সময় লেগেছে তাদের। তারা দীর্ঘ সময় পর স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে ওই ঘোষণা দেয়। অনলাইন আরব নিউজ জানায়, চাঁদ দেখা যাওয়ার সঙ্গে পবিত্র রমজান সম্পর্কিত। সোমবার যেহেতু কোথাও চাঁদ দেখা যায়নি তাই আগামীকাল থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুরু হচ্ছে পবিত্র রমজান। এ উপলক্ষে সৌদি আরবের সুপ্রিম কোর্ট সারাবিশ্বের মুসলমানদের প্রতি শুভেচ্ছা জানিয়েছে। এর মাধ্যমে আশা করা হয়েছে, এ রমজানে মুসলমানদের মধ্যে শক্তিশালী ঐক্য ও আন্তঃসম্পর্ক সুদৃঢ় হবে। সারাবিশ্বের মুসলমানরা এ রমজান মাসকে সর্বাধিক সম্মানের সঙ্গে দেখেন। উপযুক্ত প্রতিটি নারী পুরুষের ওপর এ মাসে রোজা পালন করা ফরজ।

বিষয়: বিবিধ

১০৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File