এমন জবাব দিবে জনগন ভাবতে পারেনি!!!
লিখেছেন লিখেছেন শিহাব আল মাহমুদ ১৭ জুন, ২০১৩, ০১:১৭:৫৫ দুপুর
অসহায় মানুষের উপর আওয়ামিলিগের নির্মম নির্যাতন. মামলা.হামলা.গুম,রিমান্ড নির্যাতন. দূর্ণীতিসহ বিভিন্ন অপকর্মের জবাব জনগন ব্যালটে দিয়ে বুঝিয়ে দিয়েছে সঠিক সময়ে সঠিক সিন্ধান্ত কাকে বলে। এমন জবাব দিবে জনগন ভাবতে পারেনি।
*ব্যালটে জবাব আল্লামা বাবুনগরীকে রিমান্ড নির্যাতনের জবাব।
*ব্যালটে জবাব শিবির সভাপতির রিমান্ড নির্যাতনের জবাব।
*ব্যালটে জবাব ৫মে রাতের আধারে অসহায় মানুষের উপর অভিরাম গুলি বর্ষর করে নারকীয় হত্যাকান্ডের জাবাব।
*ব্যালটে জবাব বিররে অসহায় কর্মীদের উপর গুলি করে প্রায় ২শর বেশীকে কর্মী হত্যার জব্ব।
হলমার্কা,শেয়ার বাজার.পদ্ম সেতু ও সরকারের বিভিন্ন দফতের দূর্ণীতির বিরুদ্ধের জনগনের ব্যালটে মাধ্যমে জবাব।
এখন আর বলবেনা ১৬ কোটি মানুষ আওয়ামীলিগের সাথে রয়েছে। এখন আর বলবেনা জনগন বিনএপি চায়না। জনগন কাকে চায় চারটি সিটি কর্পোরেশনের নির্বাচনেই বুঝা গেল।
বিষয়: Contest_mother
১৬৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন