আপনার ১৪ বছর জেল হতে পারে! অতএব সাবধান !

লিখেছেন লিখেছেন শিহাব আল মাহমুদ ১৩ জুন, ২০১৩, ০১:০০:১২ দুপুর



ফেইজবুকে আপনার দেয়া স্ট্যাটাসে কোন প্রকার অপরাধ মুলক অথাবা সন্ত্রাসী কর্মকান্ড প্রকাশ পায় তাহলেই আপনাকে ১৪ বছরের জন্য শ্রী ঘরে প্রবেশ করতে হবে।কারণ সংসদে সদ্য পাশ হওয়া সন্ত্রাস বিরোধী আইনের ২১ ধারায় বলা হয়েছে,কোনো সন্ত্রাসী ব্যক্তি, সত্তা বা সংগঠনের ফেইসবুক, স্কাইপি, টুইটার বা ইন্টারনেটের যেকোনো মাধ্যমের অপরাধসংশ্লিষ্ট আলাপ-আলোচনা ও কথাবার্তা অথবা অপরাধসংশ্লিষ্ট স্থির ও ভিডিওচিত্র অপরাধের সাক্ষ্য-প্রমাণ হিসেবে আইন প্রয়োগকারী সংস্থা আদালতে উপস্থাপন করতে পারবে এবং তা আদালতে গ্রহণযোগ্য হবে।যদিও প্রচলিত সাক্ষ্য আইনে এ ধরনের আলামত আদালতে গ্রহণযোগ্য নয়। মঙ্গলবার `সন্ত্রাস বিরোধী (সংশোধন) বিল ২০১৩` জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়েছে। অতএব আপনাকে এখনই সাবধান হতে হবে।

বিষয়: বিবিধ

১৬১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File