ভিটিওটি দেখে চোখের পানি ধরে রাখতে পারিনি
লিখেছেন লিখেছেন শিহাব আল মাহমুদ ১৩ জুন, ২০১৩, ০৯:৩৭:১২ সকাল
বাংলাদেশ হেফাজতে ইসলামের প্রধান দেখতে গেলেন দলের অসুস্থ মহাসচিবকে। জালিম সরকারের নির্মম রিমান্ড নির্যাতনের পর আল্লামা বাবুনগীর অসুস্থ হন। প্রিয় নেতা আল্লামা শফী হুজুর কাছে পেয়ে দুহাত টেনে নিয়ে গেলেন চুমু। শফী হুজুরকে কাছে পেয়ে তিনি অনেকটা সুস্থ্য হয়ে গেলেন। এসময় শফী কাদলেন উপস্থিত সবাইকে কাদালেন।ক্লিনিকের ভেতর আবেগীয় এক পরিবেশ সৃষ্টি হয়। উপস্থিত আলেম-ওলামারা আড়ালে গিয়ে চোখ মুছতে থাকেন। কেউ কেউ আল্লামা শফিকে সান্ত্বনা দেয়ার চেষ্টা করেন। অন্যদিকে হেফাজত আমীরের কথা শুনে বিছানায় শোয়া অবস্থায় চোখের পানি ফেলতে দেখা যায় জুনায়েদ বাবুনগরীকেও।
এক হৃদয় বিদারক পরিস্থিতি যা দেখে নিজের চোখের পানি ঝরে পরে। আল্লামা বাবুনগরীকে দেখেনি কোন দিন। আলেম হওয়ায় উনার প্রতি আমি অনেকটাই দূর্বল। আমি আলেম সমাজে প্রতি অনেকটাই দুর্বল।
ভিটিও লিংক আপনাদের জন্য.http://www.facebook.com/photo.php?v=10200480911160209&set=vb.559702990721012&type=2&theater
বিষয়: রাজনীতি
১৪০৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন