ইসলাম এবং আমরা মুসলমানেরা
লিখেছেন লিখেছেন বিবেকের আদালত ৩১ মে, ২০১৩, ০১:৩৯:৫৩ রাত
আমরা নাম সর্বস্ব মুসলমান। মুসলমানদের বিশাল জনগোষ্ঠীর অধিকাংশই ইসলামের সঠিক রুপ সম্পর্কে ধারণা রাখিনা। আমরা অধিকাংশ মুসলমান ইসলামের মৌল নীতিবিরুদ্ধ অনেক কাজ কর্ম প্রতিনিয়তই করে যাচ্ছি। এবং এটা আমাদের মনে নূন্যতম অনুশোচনার সৃষ্টি করেনা। আমরা নাম সর্বস্ব মুসলমানেরা বিশ্বের মোট জনগোষ্ঠীর প্রায় এক চতুর্থাংশ। ইসলামের দাবী অনুসারে আমাদের একজন কেন্দ্রীয় সাধারণ নেতৃত্ব থাকার কথা যার পরিচালনায় মুসলিম জাতি সঙ্ঘবদ্ধ হয়ে পরিচালিত হবে কিন্তু সে ধরনের কোন নেতৃত্ব আমরা গড়ে তুলতে পারিনি। সাড়ে চৌদ্দশত বছরের ইতিহাসে আমরা মুসলিম বিশ্বের কেন্দ্রীয় নেতৃত্ব চূড়ান্তভাবে হারিয়ে ফেলেছি উসমানীয় খিলাফতের মধ্য দিয়ে । এর পর প্রায় তিনশত বছর ধরে কেন্দ্রীয় নেতৃত্বশূণ্য অবস্থায় শতধা বিচ্ছিন্ন জীবন যাপন করছি।এসময়ের মধ্যে আমরা আমাদের চারিত্রীক মানদন্ড অনুযায়ী খুবই নিম্ন পর্যায়ে চলে এসেছি।আমরা অহরহ মিথ্যা কথা এবং কাজে ব্যাপৃত রয়েছি। আমরা পরস্পরে কলহে লিপ্ত। আমরা সুদ খাই,ঘুষ খাই,প্রতারণা করি।এবং এগুলো আমাদের কোন পীড়া দেয়না। আমাদের অধিকাংশ জনগোষ্ঠী চরম দারিদ্র সীমার নিচে বসবাস করে। অথচ আমাদের মুসলমানদের মধ্যেই ব্যাক্তি এবং রাস্ট্রীয় মালিকাধীন পর্যাপ্ত সম্পদ রয়েছে যা আমদের বঞ্চিত ভাই-বোনদের প্রয়োজন পূরণ করা সম্ভব। অথচ আমরা সম্পদের মালিকেরা যক্ষের ধনের মত তা আঁকড়ে ধরে আছি।যা ইসলামের সম্পদ নীতির সম্পূর্ণ বিরুদ্ধ।স্রষ্টার প্রতিনিধি হিসেবে মুসলমানের ব্যাক্তিগত এবং সমষ্টিগত ভাবে সমগ্র সৃষ্টির কল্যাণ নিশ্চিত করতে দায়িত্বশীল। অথচ আমাদের অধিকাংশের Tendency হলো বস্তুবাদী এবং পুঁজিবাদীদের মত স্বার্থগৃধুতা।আমরা শুধু নিজে এবং নিজেদের ভোগ-বিলাস আর আর্থ-সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাস্ত।আমরা সমস্ত মানুষকে সমস্ত সৃষ্টিকে ভালবাসতে শিখিনি।আমাদের নেতৃবৃন্দের অধিকাংশই পশ্চাদপদ। ব্যাপক এবং উন্মুক্ত জ্ঞনার্জনে সাংঘাতিক অনিহা আমাদের। আমাদের So called আধুনিক এবং Moderate নেতৃবৃন্দ পুঁজিবাদের টোপ গিলে নিজেরা নিত্য নতুন ব্যাবসা প্রতিষ্ঠান আর্থসামাজিক ভাবে কিছুটা লাভবান হয়ে তৃপ্তির ঢেকুঁড় উদগীরণ করছেন। ভাবখানা এমন যেন আল্লাহর কতিপয় হুকুম পালন এবং সামগ্রিক ভাবে তা উপলব্দি এবং বাস্তবায়নের কিঞ্চিত প্রচেষ্টার মাধ্যমে আশাতীত যে বৈষয়িক সাফল্য অর্জন করেছি তা-ই যেন প্রমাণ করে মহান আল্লাহ আমাদের প্রতি অত্যাধিক সন্তুষ্ট। অথচ বিশ্ব জুড়ে আল্লাহর অসংখ্য বান্দা রোগে-শোকে ,জরায়,অশিক্ষায়-কুশিক্ষায়, কুসংষ্কারের মত নানাবিধ সমস্যায় জর্জড়িত।
বিষয়: বিবিধ
৯৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন