আমরা সত্যি-ই দাঁড়িয়ে ছিলাম সেই অসহায় মানুষগুলোর পাশে...

লিখেছেন লিখেছেন আমি স্বাধীন ২৫ জুলাই, ২০১৩, ০৮:১৫:৪৫ রাত

আগের http://www.bdtomorrow.net/blog/blogdetail/detail/6316/Saadhin/22014#.Ue6rClK1jDd এই পোস্টে বলেছিলাম এই রমজানে আমরা হাই স্কুলের বন্ধুরা মিলে সহায়তা করছি কিছু চাল-চুলোহীন পরিবারের পাশে। বলেছিলাম, ভালো কিছু করতে উদ্যোগ টাই প্রধান বাকিটা কিভাবে কিভাবে যেন হয়ে যায়, আল্লাহ্‌র ইচ্ছায়। সেই কথা মত আমরা কাজ করেছি, আমরা উচ্চ বিদ্যালয়ের বন্ধুরা নিজেরা ২৩,০০০/= টাকার মতো সংগ্রহ করি (আলহামদুলিল্লাহ)। বিদেশ থেকে এবং ব্লগ পোস্টের পর ঢাকা থেকে এক ভদ্রমহিলাও সাহায্য পাঠান। সাথে সাথে শুরু করি কিছু অসহায় পরিবারের খোঁজ নেয়া, পেয়েও যাই অনেকগুলো পরিবার। আমরা আগের পোস্টে অবস্থা ১,২-এ উল্লেখিত ওরকম ৮ টা পরিবার নির্দিষ্ট করি। আমরা চেষ্টা করি প্রতিটা পরিবার যেন অন্তত ১ মাস খেতে পারে। সেই অনুযায়ী আমরা ৮টি বস্তায় প্রতিটিতে ২৫ কেজি চাল, ৫ লিটার তেল, ২ কেজি চিনি, ৫ কেজি চনাবুট, ১ পোয়া ঘি, ৩ কেজি সেমাই, ৫ কেজির মসুর ডাল...এরকম আরো অনেক কিছু(সব এই মূহূর্তে মনে পড়ছে না) দিয়েছিলাম। প্রতিটি বস্তায় ২,৫০০+ টাকার খাদ্যশস্য ছিল। তারপর শুরু হয় ওগুলো পৌঁছে দেয়ার পালা, আমরা একটি সিএনজি নিয়ে প্রতিটি বস্তা নির্দিষ্ট পরিবারগুলোতে পৌঁছে দেই। প্রতিটি পরিবার বিশ্বাসই করতে পারছিলোনা যে এরকম কিছু হতে পারে। আমাদের মতো কেউ এরকম কিছু করতে পারে তাদের মতো সমাজের নিম্নশ্রেণীর জন্য, যেখানে সমাজের বড় লোকগুলো তাদের দেখতেই নারাজ! বলতে দ্বিধা নেই তারা এতো-টাই আশ্বান্বিত হয়েছিল যে টুনাটুনি (আগের পোস্টের)-তো বলেই ফেললো, ‘তাদের থাকার জন্য একটুকরো জমি কিনে দিতে!!!’, অনেক পরিবার অভিযোগ নিয়ে এসেছিল তাদের সাহায্য বঞ্চিত করায়!!! আমরা ওদের আশাহত করিনি বরং সৃষ্টিকর্তার কাছে দোয়া করতে বলেছি যেন পরবর্তী সময়ে তাদের জন্যও কিছু করতে পারি। আল্লাহ্‌ যেন আমাদের সেই ক্ষমতা দেন,আমীন। নিচে কিছু ছবি দিলাম আমাদের পুরো কর্মকান্ডের।















বিষয়: বিবিধ

১২৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File