কেমন আছো রুপকথা.......
লিখেছেন লিখেছেন পিন্টু রহমান ০২ জুলাই, ২০১৪, ০১:৩৪:১১ রাত
বৃষ্টি নিয়ে অন্তহীন জল্পনা-কল্পনা! মাঝে মাঝে মনে হয় কারো চোখের জল হয়তো বৃষ্টি হয়ে ঝরে। ফোঁটা ফোঁটা জলের সাথে দৃশ্যমান হয়ে ওঠে একজন রুপকথার মুখচ্ছবি।
রুপকথা, তোমার বিদায় বেলা আমি কাঁদতে পারিনি; পাথর চোখে আকাশের পানে চেয়েছিলাম। অথচ তুমি ঠিকই কেঁদেছিলে। চোখের পাতায় শ্রাবণের ধারা বয়েছিল। সেদিন নিজের প্রতি প্রচণ্ড অবিশ্বাস জন্মিয়েছিল; কেন কাঁদতে পারিনি আমি! আজ মনে হয় কাঁদতে পারলে খুব ভালো হতো। চোখের জলের সাথে দুঃখ-কষ্ট দুর হয়ে যেত। হয়তো আর কোনদিনই কাঁদতে হতো না!
এখন আমি না কেঁদে থাকতে পারিনা।
বৃষ্টির দিনগুলোতে বুকের মধ্যে হাহাকার ওঠে। ঝাঁপা চোখে জানালার পাশে বসে থাকি।
রাত গভির হয়।
আলো নিভিয়ে দিই।
তোমার স্মৃতিগুলো নাড়াচাড়া করি।
.
.
.
.
তুমি কেমন আছো রুপকথা........
বিষয়: বিবিধ
১৬৩৩ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন