রিমাণ্ড
লিখেছেন লিখেছেন পিন্টু রহমান ০৬ জুন, ২০১৪, ০৯:৩১:০৫ রাত
সেভেন মার্ডার মামলায় আসামী ধরা নিয়ে নদীর জল কম ঘোলা হয়নি। বিশেষত একটি বিশেষ বাহিনীর বিশেষ মানুষের জামাই ধরা নিয়ে কত তালবাহানা, কত আইনি অজুহাত, কত জামায় আদর!
কিন্তু সত্য প্রকাশ হতে সময় লাগেনি।
আচ্ছা, ওরা কি মানুষ!
এতগুলো মানুষ খুন করতে বুক কাঁপলো না!
জনগণ এখন কোথায় গিয়ে দাঁড়াবে, কার কাছে আশ্রয় চাইবে!
ইলিয়াস আলী সহ আরো যারা গুম হয়েছে তাদের পরিণতিও কি অভিন্ন; তারা কি রাষ্ট্রীয় হত্যাকান্ডের স্বীকার!
বিষয়: রাজনীতি
১০২৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন