ওসমান পরিবারের রক্ষাকবচ!!!

লিখেছেন লিখেছেন পিন্টু রহমান ০৪ জুন, ২০১৪, ০৭:২০:২৮ সন্ধ্যা

আবেগ কার না থাকে! মনুষত্বের লক্ষণই যে আবেগ। অবশ্য আবেগের আধিক্য কখনো কখনো ক্ষতির কারন হয়ে দাঁড়ায়।

সংসদে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী তিনি এখন থেকে ওসমান পরিবারের রক্ষাকবচ।

আমার আপত্তি এখানেই-

# উনার দেশবাসীর রক্ষাকবচ হওয়ার কথা।

# ত্বকীর পরিবারকে কে দেখবে!

# নজরুল সহ বাকি ৭ পরিবারকে কে দেখবে!

# আমাকে আপনাকে কে দেখবে!!!!!

সেলুকাস!!!

বিষয়: রাজনীতি

৯৮৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

230647
০৪ জুন ২০১৪ রাত ০৮:১৩
ছিঁচকে চোর লিখেছেন : তাদের জনগণ দেখবে।
230708
০৪ জুন ২০১৪ রাত ১১:১৭
সন্ধাতারা লিখেছেন : সুন্দর ভাবনা। ভোটার বিহীন প্রাধান মন্ত্রীর কাছে এটাই বাংলাদেশের জনগণের প্রাপ্য। অনেক ধন্যবাদ
230844
০৫ জুন ২০১৪ সকাল ১০:৪৮
ইয়াফি লিখেছেন : শামীম ওসমানও শেখ হাসিনা বলতে মাটিতে গড়াগড়ি খায়। তার মতে দেশের একমাত্র দেশপ্রেমিক ব্যক্তি হচ্ছে শেখ হাসিনা!
০৫ জুন ২০১৪ দুপুর ০৩:৩৯
177683
পিন্টু রহমান লিখেছেন : বুনো ওল ও বাঘা তেঁতুল!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File