গল্পকথা: নামগল্প- দীর্ঘশ্বাস গল্পগ্রন্থ- পাললিক ঘ্রাণ
লিখেছেন লিখেছেন পিন্টু রহমান ০২ জুন, ২০১৪, ০১:১৮:৩২ রাত
শাঁ-শাঁ শব্দ তুলে মাথার উপর দিয়ে একঝাঁক রাতজাগা পাখি উড়ে যায়। সম্বিত ফিরে পেয়ে পথিক উঠে দাঁড়ায়। গভীরভাবে পাখিদের উড়াউড়ি নিরীক্ষণ করে। দৃষ্টির সীমারেখা ঝাঁপসা হয়ে এলে হৃদয়ের অলিগলি মাড়িয়ে টানা দীর্ঘশ্বাস পড়ে।
মাঠভরা হেমন্তের ফসল অথচ তার বুকের ভিতরটা শূন্য; খাঁ-খাঁ...
বিষয়: সাহিত্য
৯২৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন