আমি অসুস্থ হলে
লিখেছেন লিখেছেন পিন্টু রহমান ৩১ মে, ২০১৩, ০৪:৫৯:২২ বিকাল
আমি অসুস্থ হলে
মেঘের গাঁ’এ একজন মা দাঁড়িয়ে থাকেন
তার মেঘরঙা শাড়ির আঁচল ওড়াতে পারোনা বাতাসও
অথচ মা আমার উড়ে উড়ে হয়রান--
ভিটকুমুরীর ভিটি হয়ে, সান বাঁধানো ঘাট হয়ে
রঁসুই ঘরের দাওয়া হয়ে
বাবার বাড়ির পথ মাড়িয়ে আকাশ থেকে আকাশে...
আর আমি তখন হাতড়ে বেড়ায়
আঁতুর ঘরের গন্ধমাখা বাতাস, তিল্লাপ
কাজল লতা, তুলশী পাতা, কুমড়ো লতা, জলচৌকিটা...
বিষয়: সাহিত্য
১১৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন