আমার প্রিয়া
লিখেছেন লিখেছেন মহসিন শ্রীধরী ২৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:১৪:৪৬ রাত
কাজের ফাঁকে ফাঁকে অবসর সময়ে
যার স্বপ্ন চোখে ভাসে
মনের কল্পনায় হৃদয়ের ব্যাকুলতায়
যার ছবি শুধু মনে আসে
রাতের একাকীত্বে ধ্যান মগ্নময় সময়ে
যার স্পর্শ পেতে মন ভালোবাসে
চোখে চোখ রেখ হাতে হাত ধরে
যাকে জড়িয়ে ধরতে ভালো লাগে
সে আমার প্রিয়া, বন্ধু, প্রেমিকা
আর সে আমার জীবন সঙ্গিনী
তার হাসি আমাকে শক্তি যুগায়
তার কথা আমার সাহস বাড়ায়
তার স্পর্শ হৃদয়ে স্পন্দন বাড়ায়।
ও নির্জনের সাথী
ও আমার প্রিয়া
তোমাকে নিয়ে আমি কল্পনার সাগরে হাবুডুবু খাই
তোমার পরশ পেতে আমার মন থাকে অধীর
ও আমার একান্ত মনের অনুরাগী
আমার মন যদি তুমি খুলে দেখো
তবে দেখবে শুধুই তুমি আর তুমিতে ভরা।
বিষয়: সাহিত্য
১৩২১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন