প্রিয়া
লিখেছেন লিখেছেন মহসিন শ্রীধরী ২০ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৫৫:৫৮ রাত
প্রিয়া তোমাকে আমার খুবই মনে পড়ছে
প্রতি ক্ষনে প্রতি মূহুর্তে
তোমার আশায় পথ চেয়ে থাকি
তুমি আসবে বলে অধীর আগ্রহে ।
জানো তুমি আসলে!
কি যে মজা হবে
তোমাকে কিভাবে গ্রহন করবো
এ নিয়ে কত কল্পনা আর কত প্লান
তোমার জন্য সাজিয়ে রেখেছি আমার ঘর
মনের মাধুরি মিশিয়ে
খুবই যতন করে
বিশ্বাস করো শুধু তোমারি জন্য।
মনে আছে সে দিন ফোনে বলেছিলে
তুমি আসবে
কিন্তু তুমি আসলেনা
জানিনা
আমাকে জানাওনি কেন আসোনি
তারপরও আমি কিন্তু রাগ করনি
কেন জানি আমি তোমার উপর রাগ করতে পারিনা
এর পরও আমি তোমার জন্য অপেক্ষা করি
এই ভেবে
তুমি আসবে আমার ঘরে
আমার মন করবে উজাড়।
সে আশায় আমার দিন যাচ্ছে
প্রিয়া সত্যি করে বল
তুমি কি আসবে?
বিষয়: সাহিত্য
১২৫৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
প্রিয়া সত্যি করে বল
তুমি কি আসবে?
আহারে এত পথ চেয়ে থেকে কি লাভ ?
মন্তব্য করতে লগইন করুন