পৃথিবী আমার
লিখেছেন লিখেছেন মহসিন শ্রীধরী ০৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:৩৬:৫১ সন্ধ্যা
অপরূপ সুন্দর পৃথিবী আমার
ফলে ফুলে সাজালে প্রেমময়
দিলেগো প্রভু অসিম অপার
শুকরিয়া জানাই ওগো করুণাময় ।
ঝর্না বয়ে চলে পাহাড় ধুয়ে
গাছ করে সিজদা নুয়ে নুয়ে
প্রকৃতির পরতে তোমারি ছোঁয়া
রয়েছে জানি ওগো সর্বময়।
পাখিরা গান গায় তোমার নামে
বৃষ্টির পানি ঝরে তোমার হুকুমে
মনেরই গহীনে প্রতিটি ক্ষনে
আছো তুমি ওগো মায়াময় ।
বিষয়: সাহিত্য
১২২৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফলে ফুলে সাজালে প্রেমময়
দিলেগো প্রভু অসিম অপার
শুকরিয়া জানাই ওগো করুণাময় ।
প্রকৃতির যেদিকে তাকাই প্রভু শুধু তোমাকেই দেখি
ভাই
মন্তব্য করতে লগইন করুন