তোমার মা

লিখেছেন লিখেছেন মহসিন শ্রীধরী ০৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:১০:২৪ দুপুর

বিপদে আপদে যে থাকে পাশে

সে হলো তোমার মা

তাকে তুমি দিওনা কখনো কষ্ট

করো না অবহেলা।

ছোট্র বেলায় তুমি ছিলে যখন

দুর্বল অসহায়

আদর করে মা কুলে নিতেন

পরম মমতায়

তার ঋন শোধ হবেনা কখনো

বলেছেন রাসূলআল্লাহ ।

দু:খ ব্যাথা যদি পাও তুমি কখনো

মা হোন চিন্তিত

তোমার সুখের তরে দেন অকাতরে

সব বিলিয়ে অবিরত

তার পায়ের নিচে তোমার জান্নাত

বলেছেন রাসূলআল্লাহ।

বিষয়: সাহিত্য

১২৭৭ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

172347
০৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:৩২
আহমদ মুসা লিখেছেন : আজ সকালে যখন অফিসে রওয়ানা হচ্ছি তখন আমার মা'র চোখে পানি এবং মুখে কান্নার চাপ। কারণ আজ অফিসিয়াল ডিউটির এক ফাকে আমাকে আদালতে হাজিরা দিতে হবে এক মিথ্যা মামলায় জড়ানোর ফলে। আমি জানি না দেশে কি পরিমাণ মানুষ এরকম রাজনৈতিক দূবৃত্তদের জুলুমের স্বীকার হয়ে মিথ্যা মামলা-হামলায় আক্রান্ত হয়ে জর্জরিত। এই মাত্র কোর্ট থেকে হাজিরা দিয়ে অফিসে ব্যক করলাম। দুনিয়াতে মা'য়ের মত এমন দুঃখ বুঝার আর কে ই বা আছে?
০৩ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৫
126164
মহসিন শ্রীধরী লিখেছেন : মায়ের তুলনা শুধুই মা। আল্লাহপাক আপনার সকল মসিবত দূর করে দেন এই প্রার্থনা করি
172379
০৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:০২
বাংলার দামাল সন্তান লিখেছেন : মাগো তোমার চাঁদমাখা মূখ দেখা হয়না কতদিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File