প্রেম কি
লিখেছেন লিখেছেন মহসিন শ্রীধরী ৩১ মে, ২০১৩, ১১:২৭:২৭ রাত
প্রেম কি
জীবন সঙ্গিনী কে খুঁজে বের করা
প্রেম কি
প্রেমিকের হাত ধরে বসে থাকা
প্রেম কি
প্রিয়ার গলে চুমায় চুমায় ভরে দেওয়া
প্রেম কি
হৃদয়ের কথা মন খুলে বলতে পারা
প্রেম কি
সব ছেঁড়ে প্রেমিকের হাত ধরে হারিয়ে যাওয়া
প্রেম কি
প্রেমিক প্রেমিকার মিলন মেলা
প্রেম কি
মা বাবার কথা মান্য না করা
প্রেম কি
কারো শাসনের পরোয়া না করা
প্রেম কি
জীবন কে নতুন কড়ে চিনতে শিখা
প্রেম কি
নষ্টামি আর দুষ্টামি করে চলা ফিরা
প্রেম কি
ছলনা করে মেয়ে মানুষের কুমারিত্ব নষ্ট করা
প্রেম কি
অবুঝের মত প্রেমিকের পথ পানে চেয়ে থাকা
প্রেম কি
ব্যাস্তবতা বুঝতে না পারা
প্রেম কি
বিরহ আর কষ্টের মধ্যে বেঁচে থাকা
প্রেম কি
নিজের চেয়ে অপরের জীবন বড় হওয়া
প্রেম কি
ঝগড়া আর কলহে জীবন পিষ্ট করা
প্রেম
আসলেই কি আমি বুঝিনা।
বিষয়: সাহিত্য
১৬৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন