রক্ত ঝরবে আর কত খাদিজার?? এম এ আই হানিফ
লিখেছেন লিখেছেন হানিফ খান ০৭ অক্টোবর, ২০১৬, ০৮:৫৭:১৩ রাত
নারী বলে কি থাকবে না
ওর ব্যক্তিস্বাধীনতা,
তবে কেন ব্যর্থ প্রেমিক
ঐ স্বার্থপরের এমন নৃশংসতা ?
নরপিশাচ ঐ বদরুলদের
হবে কি উচিৎ বিচার,
হায়েনা দলের আক্রমণে
রক্ত ঝরবে আর কত খাদিজার।
ওদের আক্রমণে মরতে হলো
গর্ভধারিণী ও মা-সন্তান,
খমতার দম্ভে পড়ে লম্বা হাতে
দিবে উড়াল ফের কত প্রাণ?
ক্ষুব্ধ হয়ে ক্রুদ্ধ মনে
আঘাত হানো বিবেকবান,
আজ শক্ত হাতে শক্তি ওদের
ধ্বংস করো বীর জওয়ান।
আজ আমি কাল তুমি
এভাবে আর কতজন,
আজ শান্তিকামী শান্তিপ্রিয়
সব নারীদের লাজ হরণ।
হোক না ওরা ক্ষমতাসীন
হোক না কোন মিয়াজন,
সব শকুনদের চাটাই করে
করব বিজয় এ ভূবন।।
বিষয়: বিবিধ
১৩৪০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন