এ কেমন নৃশংসতা?

লিখেছেন লিখেছেন হানিফ খান ০৪ অক্টোবর, ২০১৬, ০৬:২৬:৪৩ সন্ধ্যা

এ কেমন নৃশংসতা? জবাব দাও প্রধানমন্ত্রী।

জবাব দাও নৌকার কুলি ধরে লাফালাফি করনেওয়ালারা।।

সিলেট এম.সি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আকতার'কে আওয়ামী সোনার ছেলে ছাত্রলীগ নেতা জনপ্রকাশ্যে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর আহত করেছে কেন?

দেশের এই শ্রেষ্ঠ সন্ত্রাসী সংগঠনের নেতারা জবাব দাও!

স্কয়ার হাসপাতালে মাত্র ৫% বাঁচার সম্ভাবনা নিয়ে (ডাক্তারের ভাষ্য মতে) লাইফ সাপোর্টএ শুয়ে থাকা মেয়েটি কুদরত ওয়ালার দয়ায় বেঁচে গেলেও ফিরবে না আর আগের স্বাভাবিক অবস্থায়। পারবে কি দিতে কেউ তার ক্ষতিপূরণ?

কিভাবে দিবে?

বিরোধী দলীয় কোন ভদ্র ছেলের হাতে ফল কাটার চাকু থাকলেও নাশকতা আর জংগি মামলা খেতে হয়। আর রাস্ট্রীয়ভাবে সন্ত্রাস উৎপাদন করছে কারা?? আজ অমুক, কাল তমুক এভাবে আর কত নিরপরাধ ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগন এই ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের আক্রমণের শিকার হবে?

অচিরেই এই সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ এবং এই সরকারী অনুমোদনপ্রাপ্ত সন্ত্রাসীদের সর্বোচ্ছ শাস্তি দাবী করতেছি।

অন্যথায় জাতি আপনাদের ক্ষমা করবে না। ক্ষমা পাবেন না সর্বশক্তিমান আল্লাহর কুদরতি হাত থেকে।

যিনি ছাড় দেয়, তবে ছেড়ে দেয় না।

বিষয়: বিবিধ

১১৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File