আশেক মাশুকের কাণ্ড
লিখেছেন লিখেছেন হানিফ খান ০২ অক্টোবর, ২০১৬, ০৫:১৭:০০ বিকাল
গত রাত থেকেই 'অনলাইন নিউজে'র পাতাগুলোয় এই চিত্র সম্বলিত নিউজ বারবার চোখে পড়তেছে।।
মাশরাফীর আচরণ ও তার ভক্তের অদ্ভুত কাণ্ড পরবর্তীতে ভিডিওতে অবলোকন করলাম একটু উৎসাহী হয়েই।
*বুঝে নিলাম...........
মা'শুকের প্রতি একজন আশেকের ভালোবাসার বহিঃপ্রকাশ এমনিই হয়। হোক না তা ক্রিকেটাঙ্গণ বা দুনিয়াবি কোন পরিবেশে, অথবা দ্বীনি কোন মারকাযে।
তাই মা'শুক (মাশরাফী)ও তার এই পাগলা ভক্ত'কে কোন প্রকারের শাস্তি না দেওয়ার জন্য সুপারিশও করেন প্রশাসনের কাছে।।
`````````````````````````
ঠিক তেমনিভাবে......................
বিশ্বনবী সঃ বলেছেন, যে আমার সুন্নত'কে ভালবাসলো সে যেন আমাকেই ভালবাসলো, আর যে আমাকে ভালবাসলো সে আমার সাথেই জান্নাতে থাকবে।।
* মাশরাফি আর তার ভক্তের কান্ড হয়তো মাঠেই শেষ হয়ে যায়নি। ব্যাট বলের ঐ মাঠে দৌড়ে ছুটে যাওয়া মাশরাফির ভক্ত মেহেদি ও তার সাথে স্টেডিয়ামে আসা বন্ধুদের ফেসবুক ওয়ালে হয়তো অচিরেই আপলোড হবে মাশরাফীর সাথে বসে লাঞ্চ বা ডিনার করার সেলফী (ফটো)। আগত দিনে হয়তো তাদের মোবাইলের হোম স্ক্রিনে শোভা পাবে মাশরাফির সাথে তোলা কোন ফটো। যদিও গতকাল বে'আইনি ভাইবেই মাঠে ঢুকে পড়ে ঐ ভক্ত। তবুও পাগলা ভক্ত'কে ভালোবাসার চাদরে জড়িয়ে ধরে নিরাপদে মাঠের বাহিরে নিতে সাহায্য করে খোদ অধিনায়ক মাশরাফিই। তাকে মারধর বা শাস্তি না দিতেও সুপারিশ করে প্রশাসনের নযদীক।
* ঠিক তদ্রুপ...............
রাসূল সঃ বলেন, এই দুনিয়াতে যারা তিনাকে ভালবাসবে, তাদের মুক্তির জন্য স্বয়ং রাসূল সঃ আল্লাহর কাছে সুপারিশ করবেন। পরকালে তারাই তাঁর সাথে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার করতে পারবে। সুযোগ থাকলে অগুনিত জান্নাতি মোবাইলে সেল্ফীও তুলতে পারবে। সেখানে কোন সিকিউরিটি হানা দিবে ঐ ভালবাসার স্বর্গ থেকে রাসূলের কোন ভক্ত'কে বের করে আনতে।
তৃপ্তি ভরে চলবে আশেক মা'শুকের মহামিলন । রয়েছে আরো আরো অগুনিত নেয়ামত। শুধু কেবল আল্লাহর হাবীব সঃ কে ভালবাসার ফলাফলস্বরুপ।
°°°°°°°°°°°°°° °°°°°°°°°°°°°°°°
আল্লাহ আমাদের মহানবী সঃ এর প্রকৃত আশেক হওয়ার তাওফিক দান করিও।
বিষয়: বিবিধ
১৩৫৩ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন