>>>>>> ভারত যুদ্ধ <<<<<< >>বিশ্বনবীর ভবিষ্যদ্বাণী<< ``````````````পোস্ট (১) `````````
লিখেছেন লিখেছেন হানিফ খান ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ০৯:১২:৪৩ রাত
বিশ্ব শান্তির দূত হযরত মুহাম্মদ সঃ। যিনি সার্বিক দিক
নির্দেশনার মাধ্যমে দরদি উম্মতের কল্যাণার্থে
কেয়ামত পর্যন্ত আগত সর্ববিষয়ে অবগত করে
গেছেন। যার সকল ভবিষ্যদ্বাণী আজ
পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়িত হচ্চে।
হযরত সাউবান রাঃ থেকে বর্ণিত, নবী করীম (সঃ)
এরশাদ করেন যে, আমার উম্মতের মধ্যে দু'টি
দল, যাদেরকে আল্লাহ পাক জাহান্নামের আগুন
হতে রক্ষা করবেন। প্রথমটি হচ্ছে যারা হিন্দুস্তান
(ভারত) এর সাথে যুদ্ধ করবে। দ্বিতীয়টি হচ্ছে,
যারা ঈসা বিন মারয়াম আঃ এর সাথে থাকবে।
( ছুনান নাসাঈ, মুসনাদে আহমদ)
°°°°°°°°°°°°°°°°°°°°
হযরত আবু হুরায়রা রাযিঃ বলেন যে, নবী করীম সঃ
আমাদেরকে হিন্দুস্তানের সাথে যুদ্ধের
প্রতিশ্রুতি দিয়েছেন। আমি যদি ঐ যুদ্ধটি পেয়ে
যাই, তবে তার জন্য আমি আমার জান-মাল সব কুরবান
করে দিব। ফলশ্রুতিতে আমি যদি সেখানে
শহীদ হয়ে যাই, তবে আমি সর্বোত্তম
শহীদের মধ্যে সব। আর যদি বেচেঁ ফিরে
আসি, তবে আমি আবু হুরায়রা ১০০% জাহান্নাম থেকে
মুক্ত গ্যারান্টি নিয়ে ফিরব।
( ছুনানুন নাসাঈ আল-মুজতাবা। খ: ২, প ৪২)
→→→→ # চলবে
বিষয়: বিবিধ
১৪৫৩ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ এরা কি মোগলেরা গজনীর সুলতান মাহমুদ , বখতিয়ার খিলজি যাদের পূর্বসূরী ছিলেন ?
মন্তব্য করতে লগইন করুন