এ কেমন রোযা?

লিখেছেন লিখেছেন হানিফ খান ০৫ জুলাই, ২০১৫, ০২:১৯:৩৮ দুপুর

এ কেমন রোযা?

রোযা তো মাশা-আল্লাহ বড় আগ্রহের

সাথেই রাখি।

কিন্তু রোযার অর্থ কী?

রোযার অর্থ হচ্ছে, খানা-পিনা এবং

প্রবৃত্তির চাহিদা পূরণ থেকে বিরত

থাকা। রোযার সময় এ তিনটি বিষয়

অবশ্যই পরিত্যাগ করতে হয়।

এবার লক্ষ করুন! এ তিনটি বিষয় এমন, যা

মূলত হালাল।

খানা-পিনা করা এবং বৈধ পদ্ধতিতে

স্বামী-স্ত্রী তাদের যৌন চাহিদা

পূরণ করা হালাল। রোযার দিন গুলিতে

আপনি এসব হালাল বিষয় হতে

নিজেকে মুক্ত রাখলেন। অর্থাৎ- আপনি

খাচ্ছেন না, পানও করছেন না ইত্যাদি।

কিন্তু যেগুলা পূর্ব থেকেই হারাম ছিল।

যথা- মিথ্যা বলা, গিবত করা, নামাজ

কাযা করা, কুদৃষ্টি দেওয়া, এগুলা পূর্ব

থেকেই হারাম ছিল। অথচ এখন রোযাও

রাখা হচ্ছে আবার নামাজও পড়ছি না,

রোযাও রাখা হচ্ছে মিথ্যাও বলা

হচ্ছে, রোযাও রাখা হচ্ছে আবার

গীবতও করা হচ্ছে, কুদৃষ্টিও দেওয়া

হচ্ছে, রোযাদার আবার সময় কাটানোর

নামে নোংড়া ফিল্মও দেখছে।

তাহলে আমার প্রশ্ন :

পূর্ব থেকে হালাল বিষয় গুলা (খানা-

পিনা, স্ত্রী মিলন) আমরা ছেড়ে

দিয়ে রোযা পালন করতেছি আর সব

সময়ের জন্য হারাম বিষয় গুলা আমরা

ছাড়তে পারি নাই, তাহলে এটা কেমন

রোযা হলো??

তাই তো হাদীস শরীফে নবী করীম সঃ

বলেন, আল্লাহ্ তা'আলা বলেন- যে

ব্যাক্তি রোযার মধ্যে মিথ্যে কথা

ছাড়ে না, তার ক্ষুধার্ত আর

পিপাসার্ত থাকার আমার কোন

প্রয়োজন নাই। (আল-হাদীস)

এর দ্বারা বুঝা যায়, আমরা পূর্ব থেকে

হালাল বিষয়গুলা ছেড়ে দিয়ে রোযা

রাখলাম, অথচ হারাম কাজ ছাড়তে

পারলাম না, রোযা রাখলাম নামাজ

পড়লাম না।

এমন রোযা কেবল উপোষ থাকার ন্যায়।।

এমন রোযা আমাদের কোন উপকারে

আসবে না।।

আল্লাহ আমাদের আমল করার তৌফিক

দান করুক।

বিষয়: বিবিধ

১০৮৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

328739
০৫ জুলাই ২০১৫ দুপুর ০২:২৭
হতভাগা লিখেছেন : ইহাই রোজা রাখার স্টাইল - মডারেট মুসলিম টাইপ।
328750
০৫ জুলাই ২০১৫ দুপুর ০৩:২৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : দিন পাল্টেছে বলেই কি এমন হচ্ছে? আগে রমজান মাস আসলেই মনে এক প্রকার পরিবর্তন আসতো কিন্তু এখন কেমন যেন আসে না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File