আমি খূব খুশি আর চিন্তিত ইসরাইল।

লিখেছেন লিখেছেন হানিফ খান ১২ আগস্ট, ২০১৪, ১০:১৯:৩০ সকাল

এরদোগান পুনরায় তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমি খূব খুশি আর চিন্তিত ইসরাইল।

ক্ষমতায় আসতে না আসতেই সুন্দর একটি সিদ্ধান্ত নিলো এরদোগান সরকার।

গাজায় ইসরাইলি অবরোধকে চ্যালেঞ্জ করে আবারো জাহাজের বহর পাঠানোর ঘোষণা দিয়েছে তুরস্ক।

চার বছর আগে তুরস্কের এ ধরণের একটি ফ্লোটিলায় ইসরাইলি কমান্ডোদের হামলায় ১০ তুর্কি নাগরিক নিহত হয়।

এ ঘটনায় দুটো দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের চরম অবনতি ঘটে। এরপর ইসরাইল ওই ঘটনার জন্য তুরস্কের কাছে ক্ষমা চাইলেও সম্পর্ক আর স্বাভাবিক হয়নি।

দা হিউম্যানিটারিয়ান রিলিফ ফাউন্ডেশন (আইএইচএইচ) নামের সংগঠনটির এক বিবৃতিতে জানানো হয়, ফিলিস্তিনপন্থী ১২টি দেশের একটি জোটের সদস্যরা গত সপ্তাহে ইস্তাম্বুলে মিলিত হন এবং গাজায় ইসরাইলি আগ্রাসনের মধ্যেই জাহাজের একটি কনভয় পাঠানোর সিদ্ধান্ত নেন।

এ ব্যাপারে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে আইএইচএইচের মুখপাত্র।

এ ঘোষণা এমন সময় এলো যখন তুরেস্কের ঐতিহাসিক প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েব এরদোগান।

গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকেই ইহুদিববাদী দেশটির বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ চালিয়েছে তিনি।

কায়রোতে ইসরাইলি আলোচকরা

এদিকে হামাসের সাথে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য সোমবার কায়রো পৌঁছেছেন ইসরাইলি আলোচকরা।

এর আগে মিশরীয় মধ্যস্ততায় তিন দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস ও ইসরাইল। সোমবার থেকেই এটি কার্যকর হয়।

এর আগে ফিলিস্তিনি আলোচকরা হুমকি দিয়ে বলেছিলেন, ইসরাইলিরা কায়রো আলোচনায় অংশ না নিলে তারাও দেশে ফিরে যাবেন। এরপরই ইসরাইল যুদ্ধবিরতি সম্মত হয় এবং আলোচনার টেবিলে ফিরে আসে।

বিষয়: বিবিধ

১২৭৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

253514
১২ আগস্ট ২০১৪ সকাল ১০:৩২
গ্রামের পথে পথে লিখেছেন : ইসরাইলের থাপ্পর খেয়ে হামাসের চোখ আন্ধা হয়ে গেছে।
253520
১২ আগস্ট ২০১৪ সকাল ১০:৫০
হতভাগা লিখেছেন : এসব ফাঁপড় বাজিতে আর কাজ হবে না । মাইর লাগাইতে হবে , মাইর।
১২ আগস্ট ২০১৪ সকাল ১১:১৫
197507
কাহাফ লিখেছেন : এক মত,জব্বর মাইর দিতে হবে.......।
253530
১২ আগস্ট ২০১৪ সকাল ১১:০৪
আরাফাত হোসাইন লিখেছেন : জালিমের বিরুদ্ধে বিশ্বাসীদের সংগ্রাম অব্যহত থাকবে
253574
১২ আগস্ট ২০১৪ দুপুর ০১:৪২
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File