>> স্যালুট এরদোগান<<
লিখেছেন লিখেছেন হানিফ খান ৩১ জুলাই, ২০১৪, ০৩:১৫:২৪ দুপুর
ইসরাইল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ায় অবদান রাখায় আমেরিকান ইহুদিদের দেয়া শান্তি পুরস্কার ফিরিয়ে দেয়ার আগ্রহের কথা জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়িফ এরদোগান। মঙ্গলবার তুর্কি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইস্যু করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়। ইসরাইল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ায় অবদান রাখায় নিউইয়র্ক-ভিত্তিক আমেরিকান জিয়ুইশ কংগ্রেস ২০০৪ সালে এরদোগানকে শান্তি পুরস্কারে ভূষিত করে।
কিন্তু ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ ছিলেন তুরস্কের জনপ্রিয় এই প্রধানমন্ত্রী।সর্বশেষ গত ৮ জুলাই ইসরাইল গাজায় আগ্রাসন চালালে ক্ষোভ প্রকাশ করেন এরদোগান। গাজার নারী ও শিশুদের ইসরাইলি নিধনযজ্ঞ হিটলারের হলোকাস্টের বর্বরতাকে হার মানিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। শুধু তাই নয় সিরিয়া এবং গাজা ইস্যু তে ব্লাক ওবামার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে এরদোগান।
আর এতে ক্ষুব্ধ হয়ে আমেরিকান জিয়ুইশ কংগ্রেস এরদোগানকে তাদের দেয়া পুরস্কার ফিরিয়ে দিতে চিঠি লিখেন। এতে তুর্কি প্রধানমন্ত্রীকে ‘বিশ্বে ইসরাইল বিরোধী সবচেয়ে কট্টর নেতা’ বলে আখ্যায়িত করে ইহুদি সংগঠনটি।
ধন্যবাদ এরদোগান কেকেউ নীতি ঠিক রেখে গালী শুনতে রাজি আর কেউ নীতি হারিয়ে ইহুদীদের বাহবাহ শুনতে রাজি, যেমন সৌদী সরাকর ও বর্তমান মিশরের অবৈধ সরকার।
বিষয়: বিবিধ
১১২৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যেহেতু ইসরায়েলের কাছাকাছি দেশ , তাই তাদের উচিত কথা না বলে কাজে নেমে পড়া ।
মন্তব্য করতে লগইন করুন