মনে তো চায়, , ,
লিখেছেন লিখেছেন হানিফ খান ২৯ জুলাই, ২০১৪, ০৪:৩৬:৪০ বিকাল
মনে চায় বন্ধুদের সাথে ঈদের আড্ডা জমাতে।
মনে চায় ফেসবুক ব্লগ জুড়ে ঈদের কবিতা আর গান দিয়ে আনন্দ ভাগাভাগি করতে।
মনে চায় আরো বহু কিছু...
কিন্তু.........। তাদের কথা যে মনে পড়ে।
তাদের যে এক সেকেন্ডের জন্যও ভুলতে পারি না।
জানি না এই ঈদের দিনেও মুসলিম জাতিকে ঘুমিয়ে রেখে আমার পিলিস্তিনি ভাইদের উপর আবারো এক গনহত্যা চালালো ইহুদীরা...?।
ইয়া-আল্লাহ.........। তুমি আমার পিলিস্তিনি ভাইদের সুন্দর ভাবে ঈদের নামাজ টুকু পড়ার সুযোগ করে দিও। তাদের উপর আক্রমন কারি ইহুদী কুত্যাদের তুমি গায়েবী হাতে মুকাবেলা কর।
বিষয়: বিবিধ
৯৫৮ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন