খবর টি শুনে কিছু টা হলেও খুশি হলাম।
লিখেছেন লিখেছেন হানিফ খান ২৬ জুলাই, ২০১৪, ০৯:৫৫:৩৮ রাত
খবর টি শুনে কিছু টা হলেও খুশি হলাম।
গত কয়েক ঘন্টায় আরো ১০ ইজরাইলি কুত্যাকে নড়কে পাঠালো হামাস।
এ নিয়ে ইসরাইলি সেনা হত্যায় হামাসের
রেকর্ড।
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ
আন্দোলন হামাসের
হাতে ইহুদিবাদী ইসরাইলের
আরো ১০ সেনা নিহত হয়েছে।
গত কয়েক ঘণ্টায় হামাসের সামরিক
শাখা ইজাদ্দিন আল-কাসসাম
ব্রিগেডের যোদ্ধাদের
হাতে নিহত হয় এসব
ইহুদিবাদী সেনা।
শুক্রবার দিনের প্রথম
ভাগে গাজা উপত্যকার উত্তর-পূর্ব
অংশে হামাস
যোদ্ধারা ইহুদিবাদী সেনাদেরকে হত্যা করে।
ইসরাইলের ১০ সেনা নিহত হওয়ার
ফলে এ পর্যন্ত হামাসের
হাতে ইসরাইলের প্রায় ৯০ জন
সেনা নিহত হলো, যা হামাসের
জন্য রীতিমতো একটি রেকর্ড।
তবে ইসরাইল তাদের এত
বেশি সেনা নিহতের
কথা এখনো স্বীকার করেনি।
তারা শুক্রবার মাত্র ২
সেনা নিহতের কথা স্বীকার
করেছে এবং এ পর্যন্ত তাদের ৩৬
সেনা নিহত
হয়েছে বলে দাবি করেছে।
এদিকে, নিখোঁজ সেনা অরোন
শাউলের পরিবারকে ইসরাইলের
দখলদার সরকার বলেছে,
যুদ্ধে সে মারা গেছে।
অন্যদিকে হামাস বলেছে, পূর্ব
গাজার শেজাইয়া এলাকায়
ইসরাইলি সেনাদের ওপর আকস্মিক
হামলা চালিয়ে তারা অরোন
শাউলকে আটক করেছে।
গাজার চলমান আগ্রাসনের
ভেতরে হামাসের প্রচণ্ড
প্রতিরোধে রেকর্ড সংখ্যক
ইসরাইলি সেনা হতাহত হয়েছে।
তবে ইসরাইলি গণমাধ্যমের ওপর
যুদ্ধবাজ বেনিয়ামিন
নেতানিয়াহুর সরকার ভীষণ
কড়াকড়ি আরোপ করায়
তারা ইসরাইলি সেনাদের।
ক্ষয়ক্ষতির সঠিক সংখ্যা প্রকাশ
করতে পারছে না।
অবশ্য, এ পর্যন্ত ইসরাইল যে ৩৬ জনের
নিহতের কথা স্বীকার
করেছে তাতেই ইসরাইলের
ভেতরে জনমত
ব্যাপকভাবে বিগড়ে গেছে এবং যুদ্ধ-
বিরোধী মনোভাব তুঙ্গে উঠেছে।
নিকট
অতীতে কোনো যুদ্ধে ইসরাইলের
এতো সেনা নিহত হয়নি।
রেডিও তেহরান
বিষয়: বিবিধ
১২০৬ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন