সবে কদর কি শুধু ২৭ রোজার রাত্রিতেই নির্ধারণ করা হয়েছে??

লিখেছেন লিখেছেন হানিফ খান ২৫ জুলাই, ২০১৪, ০৫:৪৫:৩০ বিকাল



সবে কদর কি শুধু ২৭ রোজার রাত্রিতেই নির্ধারণ করা হয়েছে নাকি রমযানের শেষ দশ দিনের যে কোন বেজোড় রাত্রিতেই হয়ে যেতে পারে??

যদি উত্তরে বলেন হ্যাঁ ২৭ এর রাত্রিতেই। তাহলে বলবো আপনি ভুলের স্বর্গে বাস করতেছেন।

সঠিক এলেমটা যে ভালো আলেমের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করবেন।

আর যদি বলেন, শেষ দশ দিনের যে কোন বেজোড় রাত্রিতেই চলে যেতে পারে হাজার রাত্রির চেয়ে মহামূল্যবান এই রাতটি। তাহলে বলবো, কেন আমরা অন্য বিজোড় রাত্রি যেমন ২১,২৩,২৫,২৯ তম রাত্রিকে সঠিক ভাবে মূল্যায়ন করি না?

আমরা জানলে ওয়ালারাও তো ২৭ রাত্রির জন্য অপেক্ষা থাকি বাকি রাত্রি গুলোর খবরই রাখি না।

হ্যাঁ, হাদীস শরীফে ২৭ তম রাত্রির কথা ইঙ্গিত থাকলেও অন্যান্য হাদীস এই রেওয়ায়েত কে দুর্বল করে পেলে। আর অধিকাংশ কোরআন হাদীস বিশ্লেষক বা মুহাদ্দিসীনে কেরামগন বলেছেন শবে কদরের নির্দিষ্ট কোন তারীখ নেই। সবে ক্বদর বা লাইলাতুল ক্বদর শেষ দশ দিনের যে কোন বেজোড় রাত্রিতেই হতে পারে অথবা শেষ দশ দিনের যেকোন জোড় কিংবা বেজোড় রাত্রিতেই হতে পারে।

লাইলাতুল ক্বদর সম্পর্কে আরো বহু আলোচনা কিতাবে উল্লেখ আছে।।

তাই আসুন! ২৭ নয় শুধু, শেষ দশদিনেই আমরা শবে ক্বদর তালাশ করি।

আর আল্লাহ যেন আমাদের শবে ক্বদরের ফযীলত নসীব করেন। আমীন

বিষয়: বিবিধ

১৭৭৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

248103
২৫ জুলাই ২০১৪ বিকাল ০৫:৫৯
হতভাগা লিখেছেন : একমত
248112
২৫ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৩২
প্রেসিডেন্ট লিখেছেন : শেষ দশদিনে এতেকাফ করলেই সবকূল রক্ষা হয়।
248117
২৫ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৪১
বাজলবী লিখেছেন : অামিন।
248123
২৫ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
বুড়া মিয়া লিখেছেন : আমার জানামতে শেষ দশ-দিন এর ব্যাপারে ইঙ্গিত বেশী।

তবে শেষ এ ১০-দিন হতে হবে ১৯তম রাত থেকে, কেননা – ২৯ রোজা হবে নাকি ৩০ রোজা হবে তা আগে থেকে জানা মুশকিল; তাই শেষ ১০ দিনের মধ্যে ১৯ তম রাত সাধারণ যুক্তিতেই চলে আসবে, নয়তো রোজা ২৯টা হলে ১০ দিন হবে না - এটা অবশ্য আমার নিজস্ব মত ১০ দিন এর ব্যাপারে।
২৬ জুলাই ২০১৪ রাত ১০:০২
192971
হানিফ খান লিখেছেন : বুড়া মিয়া@ এখানে শেষ দশ দিন মানে ২০ তম রোজার ইফতার শেষে ২১তম রোজার রাত্রি থেকে শুরু। আর উদ্যশ্য বেজোড় রাত।এবার রোজা ২৯ হোক কিংবা ৩০। আশা করি বুঝতে পেরেছেন।
২৬ জুলাই ২০১৪ রাত ১০:৪৫
192981
বুড়া মিয়া লিখেছেন : হ্যা ঠিক বলেছেন আপনি;
আপনার হিসাব সঠিক, মেনে নিতে হলো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File