ইসরায়েলের লক্ষ্য শুধু ফিলিস্তিন নয় -ইসরায়েলের লক্ষ্য বৃহত্তর ইসরায়েল (collected)

লিখেছেন লিখেছেন হানিফ খান ২৩ জুলাই, ২০১৪, ১১:০২:১৯ রাত

লক্ষ করার বিষয় হল যে ফিলিস্তিনিদের সাহায্য করার জন্য কোন মুসলিম প্রধান রাস্ট্র এগিয়ে আসে নি একমাত্র ইরান ও সিরিয়া ছাড়া। সিরিয়া তো এখন নিজেই গৃহযুদ্ধ ও জঙ্গীদের দ্বারা এক জ্বলন্ত কড়াই ! হামাসকে অর্থনৈতিক ও সামরিক সহযোগীতা একমাত্র ইরানই দিয়ে আসছে। নেটে সার্চ দিলেই পাবেন আজকে হামাস যে সব অস্ত্র দ্বারা জায়নিস্টদের আক্রমন প্রতিহত করতেছে সেসব অস্ত্র ইরানেরই প্রযুক্তির তৈরি বা ইরান কর্তক সরবরাহকৃত।অন্যদিকে আরবরা অস্ত্র দিচ্ছে সিরিয়া ও ইরাকের জঙ্গীদের যাতে তারা নিজেরা নিজেরাই যুদ্ধ করে মারা যায় কিন্তু এই মেরুদন্ডহীন আরব শাসকরা ফিলিস্তিনিদের জন্য একটা বুলেটও পাঠাতে সাহস পায় না !! আরবদের যে সব উন্নত অস্ত্র শস্ত্র আছে সে সব তো পশ্চিমা দেশগুলি থেকে ক্রয় করা আর পশ্চিমা দেশগুলির প্রধান শর্তই হল এসব অস্ত্র ইসরায়েলের বিরুদ্ধ ব্যবহার করা যাবে না । এই শর্ত পুরন করলেই আরবরা তাদের কাছ থেকে অস্ত্র কিনতে পারে কিন্তু প্রশ্ন হল তাহলে পেট্রোডলার দিয়ে কেনা এ সব অস্ত্র দ্বারা আরবরা করবে কি ? ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য আরব ইসরায়েল যুদ্ধেরও প্রয়োজন নেই। ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য ফিলিস্তিনিরা একাই যথেষ্ট-আজকে হামাসই তার প্রমান ! শুধু প্রয়োজন ফিলিস্তিনিদের অর্থনৈতিক ও সামরিক সহায়তা-ইসরায়েলের সমমানের না হোক এর কাছাকাছি মানের অস্ত্র ফিলিস্তিনিদের হাতে থাকা নিশ্চিত করতে হবে। আর এই সহায়তার কাজটা করতে পারে একমাত্র আরবরাই কারণ একা ও দূরবর্তী ইরান বা অন্য কোনো দেশ কতটুকু সাহায্য করতে পারে ফিলিস্তিনিদের যেখানে তারা ইসরায়েল দ্বারা চারদিক অবরুদ্ধ ! তবে আরবরা ভাবছে, নিজে বাঁচলে বাপের নাম-ফিলিস্তিন শেষ হয় হোক, কিন্তু আরবরা ভুলে গেছে ফিলিস্তিন শেষ হওয়ার পর ইসরায়েল বাপকেও ছাড়বে না। ইসরায়েলের লক্ষ্য শুধু ফিলিস্তিন নয় -ইসরায়েলের লক্ষ্য বৃহত্তর ইসরায়েল !

বিষয়: বিবিধ

১২৫২ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

247699
২৪ জুলাই ২০১৪ রাত ০৩:২৯
আলইগ ইবনে লেণদুপ দোরজি বিন মিরজাফর লিখেছেন : আপনি সঠিক বলেছেন।ইসরাইল সইদী আরবও দখল করে নিক
247729
২৪ জুলাই ২০১৪ সকাল ০৭:২০
টাংসু ফকীর লিখেছেন : আমিও একমত জনাব। ইসরায়েল সৌদি বাদশাহর হুগায় বাশ দিলে আমি বিরাট খুশি।
248096
২৫ জুলাই ২০১৪ বিকাল ০৫:৪৯
হানিফ খান লিখেছেন : ভাই। খুব দুঃখ লাগে । আমাদের মুসলিম বিশ্বের আচরন দেখে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File