<<গুড অফার>><<মজার অফার>>

লিখেছেন লিখেছেন হানিফ খান ১৫ এপ্রিল, ২০১৪, ০৭:১৭:০২ সন্ধ্যা

প্রিয়ো ধর্ম প্রেমী বন্ধুগনঃ

এখন আর মুফতি/মোহাদ্দেস/ মোফাসসের হতে আপনাকে প্রায় ২০ বছর বা তার চেয়ে বেশি সময় কোরআন-হাদীস নিয়ে সাধনা করতে হবে না, রাতেরপর রাত জেগে জ্ঞান অন্বেষণ করতে হবে না কউমী মাদ্রাসা গুলোতে বসে বসে।

অতিরিক্ত টাকা ব্যায় করে কিনতে হবে না ১ হাত/ দেড় হাত লম্বা ৮/১০ কেজি ওজনের বড় বড় তাফসীর/হাদীস/ফিকহ/নাহু-ছরফ/ফাসাহাত-বালাগাত বা অন্য কোন বিষয়ের কিতাব।

বাড়ি ঘর ছেড়ে অদূর কোথাও গিয়ে থাকতে হবে না মাসের পর মাস কিংবা বছরের পর বছর।

প্রায় মাসে মাসে SA পরিবহন, কোরিয়ান সার্ভিস, ব্যাংক, বিকাশ, কিংবা অন্য কোন পন্থায় বাড়ি থেকে পাঠাতে হবে না হাজার হাজার টাকা।

এমনকি প্রতি বছর ছে-মাহী, শশ-মাহী, এবং সালানা ইমতিহান দিতে হবে না আপনাকে।

আর এই সমস্ত সুযোগ ও অফার উপোভোগ করতে আপনাকে যা করতে হবে।

১/ ১০০০/১৫০০ টাকা খরচ করে টিভি ক্যাবল অপারেটর বা ডিস সংযোগ কিনে নিন।

২/ অতঃপর Peace TV পিস টিভি নামে একটি অসাধারণ চ্যানেল দেখবেন।

৩/ চ্যানেল টিতে জোগের চাহিদা মতে বিশাল বিশাল ছোট মুফতি রা বিভিন্য বিষয় নিয়ে দরস দেয়। আপনিও একটি কেদারা বা সোফায় বসে দরস নিন।

৪/ ইচ্ছা করলে আপনিও পারেন লুঙ্গি পড়ে গলায় একটি ট্যাঁই জুলাতে।

৫/ আর এই ডিস সংযোগের জন্য আপনাকে প্রতি মাসে খরচ করতে হবে মাত্র ২০০/২৫০ টাকা।

চিন্তা কইরেন না আপনার পোষাবে, কারন শুধু পিস টিভিই নয় সেখানে জ্ঞান অন্বেষণের জন্য আছে খেলাধুলা, নিউজ, বিনোদন, সাংস্কৃতিক, ফিল্ম, নাটক, সহ আরো বিষয় নিয়ে জ্ঞান অর্জন করার মাধ্যম চ্যানেল।

মাত্র দুই এক মাস এভাবে ক্লাস করে এবং পিস টিভি মুফতি দের অসাধার লিখার ম্যাগাজিন গুলো পড়লেই আপনি হয়ে যাবেন যুগের শ্রেষ্ঠ মুফতিদের মদ্ধে একজন।

আপনিও ফেসবুক সহ বিভিন্য ব্লগে বিভন্য ইস্যু নিয়ে কঠিন ফতওয়া দিতে পারবেন।

আপনি ফতয়া দিতে প্রয়োজন হবে না কোরআন-হাদীস, নাহু-সরফ, ফাসাহাত-বালাগাত, মান্তিক বা অন্য কোন এলেম।

শুধু ঠাস ঠাস করে ফতওয়া দিবেন আর আপনিও খেতাব পেয়ে যাবেন যুগের আলোচিত ব্যাক্তিত্ত "আহলে হাদীস"

আর রাজনীতি করবেন? কোন সমস্যা নাই।

আপনাদের জন্যই তো অপেক্ষা করতেছে বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক দল "বাংলাদেশ জামাত ছি-বীর"

এই দলে যোগ দেওয়া মত্রই আপনি ঘোষণা দিয়ে দিতে পারবেন বাংলাদেশের অন্যান্য ইসলামিক দল গুলা ভন্ড, ধর্ম ব্যাবসায়ী, অমুকের দালাল, তমুকের দালাল, আর এগুলা বলার জন্য আপনাকে কোন প্রকারের দলিল দিতে হবে না।

এভাবে আস্তে আস্তে অল্প দিনেই হয়ে যাবেন আপনি একজন আলোচিত ব্যাক্তি।

আর কয়েকদিন পরেই দেখবেন আপনার ভক্তরা কেমন হিরো বানিয়ে পেলে।

প্রয়োজনে আপনি চাঁদে ও উঠে যেতে পারবেন।

কি ভালো লাগলো?

বিঃদ্রঃ বুঝে মন্তব্য করবেন।

বিষয়: বিবিধ

১৪৮১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

208365
১৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
অপ্রিয় সত্য কথা লিখেছেন : হুম ঠিকই বলেছেন।এত কস্টের কি দরকার?
আর এ সকল কাজ করার পরে একটি ল্যাপটপ বা পিসি কিনে নেন।বাসায় বসে বসে আহলে হক্ব আলেমদের বিরুদ্ধে ফতোয়া মারেন! আর কুরআন-হাদিসের মন মত অপব্যাখা করে নিজকে কুখ্যাত পন্ডিতের কাতার ভূক্ত করেন! নিজের মত এবং মতাদর্শের সাথে না মিললে আলেমদের চেীদ্দ গোস্ঠি উদ্ধার করেন!
আর শুধু বলতে থাকেন আলেম-ওলামা হতে হলে একাডেমিক জ্ঞানের কি দরকার!আমাদের গুরু রা একাডেমিক জ্ঞান ছাড়াই বিশাল মনগড়া তাফসীর লেখে গেছে ,ইহাই যথেস্ট।
আর লম্বা গলায় নিজের মন মত ইসলাম বানিয়ে নিজকে মস্তবড় স্কলার বা স্ব-ঘোষিত আল্লামা ঘোষনা মাইরা দেন??? At Wits' End m/
208381
১৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫১
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : ঠিকই বলেছেন।এত সস্তা পেলে আরেম হতে কি সমস্যা।আর বইসা বইসা হুজুরদের বিরুদ্ধে ফতোয়া মারা যাবে।
১৮ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৫২
157884
হানিফ খান লিখেছেন : ঠিক বলেছেন
208383
১৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
বাংগালী লিখেছেন : শুধু কি তাই এই প্রকার পান্ডিত্য পূর্ণ আলেম হতে মুখে দাড়ি লাগে না , টাখনুর উপর কাপড় পড়তে হয় না , রাসুলের সুন্নত মানতে হয় না । এসব না করেও ইসলামের এক নম্বর কর্মী হওয়া যায় । হক্কানী আলেমদের চৌদ্দগুষ্ঠি উদ্ধার করা যায় । দুই চার পাতা কোরান হাদিস পড়ে মুফতি মোহাদ্দেস হওয়া যায় । সাহাবা আবু হোরায়রা ( রাঃ ) , ইমাম আবু হানিফা , ইমাম শাফেয়ী ( রঃ ) উনাদের এত আক্কল ছিল না তাই কোরান হাদিস শিখতে এত কষ্ট করেছেন ।
১৫ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩৪
157062
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : হুম! সুন্দর কথা বলেছেন। হেতারা সব স্কলার মানে।আলেমরা কিছু বুঝে না।যা বুঝার একমাত্র হেতাগো স্কলাররাই বুঝে।একবারে পাক্কা ইবলিসের মত।
১৮ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৫৪
157885
হানিফ খান লিখেছেন : হা হা হা, আহলে হাদীস পরিচয় দানকারী কিছু মুফতিদের এমনই দাবী
208481
১৫ এপ্রিল ২০১৪ রাত ১০:৪৬
মাটিরলাঠি লিখেছেন : হুনায়ুনের যুদ্ধে মক্কার কাফেররা মুসলিমদের পক্ষে যুদ্ধ করেছিল। রাসুল (সা) যদি মুসলিম বাহিনীর সাথে কাফেরদের নিতে পারেন, তাহলে হেফাজতীরা জামাতী বা আহলেহাদীস বা অন্যদের সাথে নিতে পারবেনা কেন?

১৮ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৫৬
157886
হানিফ খান লিখেছেন : হেফাজতিরা যে মুনাফিক চিনেতে পেরেছে তাই মুনাফিকদের নিজেদের ভিতরে ডুকাতে চাচ্ছে না, অবশ্যই পর্দার আড়ালে কিছু মুনাফিক সব সময় চেস্টায় আছে।
১৯ এপ্রিল ২০১৪ রাত ০১:১৪
158240
মাটিরলাঠি লিখেছেন : জ্বী ভাই পর্দার অন্তরালটাই বুঝতে পারছিনা।

তেঁতুল থেকে বন্ধু, ৩২ কোটি টাকার জমি উপহার দিচ্ছে রেলওয়ে http://www.onbangladesh.org/newsdetail/detail/200/73876
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩৫
163845
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : হলুদ মিডিয়ার সাথে আপনার একমত হওয়াই প্রমান করে ...........
আপনি একটু চিন্তা করলেন না এই জমিটা কি কোন ব্যাক্তিকে দেওয়া হয়েছে???
এত বিদ্ধেষ মনোভাব আলেমদের ব্যাপারে কেন আপনাদের?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File