এখন সরকার ছাত্রলীগ নিষিদ্ধ করবে নাকি ভার্সিটি?

লিখেছেন লিখেছেন হানিফ খান ০৮ এপ্রিল, ২০১৪, ০৮:৩৫:৪৮ সকাল

ঢাকা বাইন হাউজে যে সকল সন্ত্রাসী মাদক দ্রব্য ও অবৈধ অশ্র সহ ধরা খেয়েছে তাদের ব্যাপারে কি একশন নিবে সরকার?

সন্ত্রাসীদের ভাষ্য মতে তারা ছাত্রলীগ করে।

এখন কি ছাত্রলীগ নিষিদ্ধ করা হবে?

আবার র‍্যাবের ভাষ্যমতে তারা কোন দল করে না, তবে তারা ভার্সিটিতে পড়ে ও পাশাপাশি এ সমস্ত অপকর্ম করে।

এখন আমার প্রশ্নঃ এবার কি ভার্সিটি গুলা বন্ধ করে দেওয়া প্রয়োজন নয়?

কারন বাংলাদেশের যত সন্ত্রাস সৃষ্টি হয়, এই কলেজ ভার্সিটি গুলো থেকেই।

এখন সরকার ছাত্রলীগ নিষিদ্ধ করবে নাকি ভার্সিটি?

বিষয়: বিবিধ

৯৯৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

204270
০৮ এপ্রিল ২০১৪ সকাল ০৮:৪৫
নামহীন আমি অনামিকা লিখেছেন : কিছুই করবে না। তবে এদের শিবির জামাত বানাতে চেষ্টা করবে এবং সফল হলে তখন শিবির-জামাতকেই নিষিদ্ধ করে ছাত্রলীগকে রক্ষা করবে।
204386
০৮ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৪৬
পুস্পিতা লিখেছেন : প্রয়োজনে ভার্সিটি নিষিদ্ধ করবে তারপরও ছাত্রলীগের সন্ত্রাসী-ধর্ষকদের প্রয়োজন শেখ হাসিনার!
204395
০৮ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পগিল নাকি!!!!
ওরা নিরপরাধ..............
204567
০৮ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
শিশির ভেজা ভোর লিখেছেন : কোনটারই কিচ্চু হবে না। টেনশন মুক্ত থাকে।
204655
০৮ এপ্রিল ২০১৪ রাত ০৮:২০
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : জাজাকাল্লা খাইরান.. অনেক ভালো লাগলো পড়ে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File