বিশ্ব ইজতেমার প্রস্তুতি সম্পন্ন...

লিখেছেন লিখেছেন হানিফ খান ২২ জানুয়ারি, ২০১৪, ০৯:১৮:৫৪ রাত



Call Me Call Meবিশ্ব ইজতেমার প্রস্তুতি সম্পন্ন... Give Up Give Up

বিশ্ব ইজতেমার মুরুব্বী গিয়াস

উদ্দিন

জানান, ইজতেমার প্রথম

দফায়

বিদেশি মুসল্লিদের

সঙ্গে দেশের ৩২

জেলার মুসল্লিরা যোগ দেবেন।

এজন্য

পুরো ইজতেমা ময়দানকে ৪০টি খিত্তায়

ভাগ করা হয়েছে। ২২

জানুয়ারি মুসল্লিরা খিত্তায়

অবস্থান

নেবেন। ইতোমধ্যে কয়েক

হাজার

বিদেশি অতিথি পৌঁছে গেছেন।

ইজতেমা উপলক্ষে তুরাগতীরে ভাসমান

সেতু স্থাপন, গ্যাস-বিদ্যুৎ-প

ানির

লাইন সংযোগসহ সব

প্রস্তুতি প্রায়

শেষ হয়ে গেছে বলে জানান

তিনি।

আখেরি মোনাজাতের মধ্য

দিয়ে ২৬

জানুয়ারি ইজতেমার প্রথম

দফা শেষে দ্বিতীয় দফা শুরু

হবে ৩১

জানুয়ারি। দ্বিতীয় দফা শেষ

হবে ২

ফেব্রুয়ারি। মুসল্লির

সংখ্যা বাড়তে থাকায় গত তিন

বছর

ধরে দুই দফায় বিশ্ব

ইজতেমা অনুষ্ঠিত

হচ্ছে। এবার প্রথম দফায়

গাজীপুর,

ঢাকা, সিরাজগঞ্জ, ফরিদপুর,

নরসিংদী,

কিশোরগঞ্জ, রাজবাড়ি,

শরিয়তপুর,

নাটোর, শেরপুর, দিনাজপুর,

হবিগঞ্জ,

রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা,

জয়পুরহাট, রাজশাহী, সিলেট,

চাঁদপুর,

ফেনী, চট্টগ্রাম, বান্দরবান,

খাগড়াছড়ি, রাঙ্গামাটি,

বাগেরহাট,

কুষ্টিয়া, নড়াইল, চুয়াডাঙ্গা,

যশোর,

ভোলা, বরগুনা ও ঝালকাঠির

মুসল্লিরা ইজতেমায় অংশ

নেবেন।

বিষয়: বিবিধ

১১৭৬ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

165955
২২ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৩৭
আওণ রাহ'বার লিখেছেন : ভালো লাগলো অনেক শুকরিয়া Good Luck Happy
২২ জানুয়ারি ২০১৪ রাত ১১:৩৫
120157
বড়মামা লিখেছেন : ভাই কি ভলো লাগলো খাবার ,কথা,না যায়া।
২৩ জানুয়ারি ২০১৪ সকাল ০৬:৪৯
120233
আওণ রাহ'বার লিখেছেন : @বড়মামা এভাবে গায়ে পরে বড় মামির সাথে ঝগড়া করেন নাকি?Rolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the FloorRolling on the Floor:|
165959
২২ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪৪
মেঘ ভাঙা রোদ লিখেছেন : ইচ্ছে থাকলেও যেতে পারি না। Sad
২২ জানুয়ারি ২০১৪ রাত ১১:৫৭
120161
বড়মামা লিখেছেন : ঐখানে কেন যাবেন পারলে মক্কা আসেন এখানে যায়গার গুন আছে এক ওয়াক্ত নামায পড়লে ৫৪ বছরের নামাযের ছওয়াব পাবেন যা দলিল দারা প্রমানিত।ওখানে যায়গার কোন গুন নাই।কারো কাছে হলে যাইতে পারে।আপনার দারে কাছে আগে দাওয়াত দিন।
২৩ জানুয়ারি ২০১৪ সকাল ০৬:৫১
120235
আওণ রাহ'বার লিখেছেন : আমি এবার যাবো ইনশাআল্লাহ দেখি কি হয়। Happy Happy Good Luck Good Luck
২৩ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:১৫
120255
ইমরান ভাই লিখেছেন : শুনাযায়, ইজতেমায় গেলে নাকি হজের সওয়াব পাওয়া যায়। আবার কেউ কেউ বলে দুইবার ইজতেমায় গেলে হজের সমান সওয়াব।

@বড় ভাই আপনি কি বলেন??
২৩ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:২৯
120256
আওণ রাহ'বার লিখেছেন : @ইমরানভাই আপনার কলমে প্রথমে দেখলাম কথাটি।
কিন্তু কাউকে এ পর্যন্ত বলতে শুনিনি যতটুকু মনে আছে সেই আলোকে।
আর এটি হলো একটি মূর্খতাসম্পন্ন কথা।
কোন তবলীগের ভাইদের এ কথা বলতে শুনিনি কখনও।
165962
২২ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৪৯
বিন হারুন লিখেছেন : মহান রব তাদের পরিশ্রম কবুল করুন
২৩ জানুয়ারি ২০১৪ রাত ১২:০৬
120164
বড়মামা লিখেছেন : হাদিস অনুযাই তারা দুর্বল ইমানের লোক। তারা অন্যায় কাজ দেখলে মুখেও বাধা দেয় না তারা বেশী পরিশ্রম করে নিজে খাতা বালিশ বহন করে ।এতে যদি আল্লাহকে খুশি করা যায় তবে ভালো ।
২৩ জানুয়ারি ২০১৪ সকাল ০৬:৪৯
120234
আওণ রাহ'বার লিখেছেন : আমিন
২৩ জানুয়ারি ২০১৪ সকাল ১০:২৪
120275
বিন হারুন লিখেছেন : বড় মামা! আমার মনে হয় আপনার অনুমান ঠিক নয়, কারন তত্বাবদায়ক সরকারের আমলে দুই নেত্রীর গৃহ বন্দী দেখে যখন সব রাজনীবিদ ঘুমিয়ে ছিল. তখন সব ৪৪ দ্বারা ভেঙ্গে অবৈধ নারী নীতির বিরুদ্ধে আন্দোলন যারা করেছিল তারাই এরা, সেদিন শাপলা চত্বরে যে ইতিহাস গড়েছে তাতেও তাদের ভুমিক অগ্রগণ্য. সবার সব মেহনতকে সম্মানের চোখে দেখলেই কেবল মুসলিমদের ঐক্য সম্ভব. ধন্যবাদ মামা
165966
২২ জানুয়ারি ২০১৪ রাত ০৯:৫৭
মোঃজুলফিকার আলী লিখেছেন : মহান আল্লাহ তায়ালা ইজতেমায় অংশগ্রহণকারী সকলকে হেফাজত করুন। আমীন।
২৩ জানুয়ারি ২০১৪ রাত ১২:৩২
120176
বড়মামা লিখেছেন : ইজতেমাতে সবাই নিরপদে থাকবে কারন ঐখানে কারোর অন্যায়ের বিরুদ্ধে কিছু বলবেনা এমন কি তারা যে নবী ওয়ালা কজের দাবি করে সেই নবীকে নিয়া খরাপ মন্তব্য করলেও কিছু বলবে না শুধু ছবর আর ছবর। তাই তাদের কোন চিন্তা নাই ।
২৩ জানুয়ারি ২০১৪ সকাল ০৬:৫৩
120236
আওণ রাহ'বার লিখেছেন : দোয়ায় আমীন
165986
২২ জানুয়ারি ২০১৪ রাত ১০:২৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ইজতেমা মাঠ থেকে আশা করি দেশের মজলুম জনগনের পক্ষে অবস্তান নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। এবং জুলুমবাজ সরকার কে বিতারিত করার জন্য মাঠে নামারও সিদ্ধান্ত আসবে।
২৩ জানুয়ারি ২০১৪ রাত ১২:১০
120166
বড়মামা লিখেছেন : আপনার আশা কবুল হক । যেহাদি কথা।আপনাকে ধন্যাবাদ।
২৩ জানুয়ারি ২০১৪ সকাল ০৬:৫৪
120237
আওণ রাহ'বার লিখেছেন : আশা করুন.......
২৩ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:১৩
120254
ইমরান ভাই লিখেছেন : আশা করি কিন্তু মনেহয় এটা হবার নয়।
166158
২৩ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:৫১
সাইদ লিখেছেন : ভালো লাগলো।আপনাকে অনেক ধন্যবাদ।
173206
০৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৩৯
হানিফ খান লিখেছেন : চোর সবসময় সুযোগে থাকে। এবার তাবলীগ জামাতের ঘাড়ের উপর উঠতে চান নাকি "প্রবাসী আব্দুল্লাহ শাহীন" ???

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File