নতুন তফসিল ঘোষণা করতে হবে-পীর সাহেব চরমোনাই

লিখেছেন লিখেছেন হানিফ খান ০৬ জানুয়ারি, ২০১৪, ১০:০৪:৩৪ সকাল



অনেক কেন্দ্রে ভোট না পড়ার নির্বাচন

বাতিল : নতুন তফসিল ঘোষণা করতে হবে-পীর

সাহেব চরমোনাই

স্টাফ রিপোর্টার: ইসলামী আন্দোলন

বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মদ

রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন,

গতকাল অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ

নির্বাচনে ভোটার উপস্থিতির হারই প্রমাণ

করে জনগণ আওয়ামী লীগের একতরফা প্রহসনের

নির্বাচন প্রত্যাখান করেছে।

নির্বাচনী সহিংসতায় পুলিশের

গুলিতে নিহতের সংখ্যা সরকারের বাড়াবাড়ির

ফসল। এজন্য সরকারকেই দায়দায়িত্ব

নিতে হবে। এছাড়া মিডিয়ায় প্রকাশিত তথ্য

অনুযায়ী অনেক আসনে ৫% ভোট কাস্ট

হওয়া এবং অনেক ভোটকেন্দ্রে ১ টি ভোটও

না পড়াকে নজীরবিহীন উল্লেখ

করে তিনি অবিলম্বে এ নির্বাচন বাতিল

করে নতুন তফসিল ঘোষণার জন্যও নির্বাচন

কমিশনের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ভোটাররা শুধু নির্বাচনই বর্জন

করেনি, তারা বুঝিয়ে দিয়েছে সংবিধানের

দোহাই দিয়ে মানুষ হত্যার গণতন্ত্র

দেশবাসী চায় না, মানুষ স্থায়ী শান্তি চায়।

আর এটি প্রতিষ্ঠিত সত্য যে, একমাত্র সুমহান

ইসলামী আদর্শই মানুষের

স্থায়ী শান্তি উপহার দিতে পারে। গণতন্ত্র ও

সংবিধান রক্ষার নামে দেশ ধ্বংসের অধিকার

কারো নেই উল্লেখ করে তিনি দেশবিরোধী,

লুটেরা, ক্ষমতালিপ্সু ও

কায়েমী স্বার্থবাদী গোষ্ঠীর

বিরুদ্ধে গণআন্দোলনে ঝাঁপিয়ে পড়তে দেশবাসীর

প্রতি আহ্বান জানান।

ফেনীর বিশিষ্ট আলেমের ইন্তেকালে শোক

ফেনীর সোনাগাজীস্থ জা’মিয়া তালীমুদ্দিন

হালিমিয়া মাদরাসার প্রিন্সিপাল ও

ইসলামী আন্দোলন বাংলাদেশ

সোনাগাজী থানার সাবেক সভাপতি হাফেজ

মাওলানা ফখরুল ইসলাম গতকাল ইন্তেকাল

করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ

করে বিবৃতি দিয়েছেন ইসলামী আন্দোলন

বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ

মাওলানা ইউনুছ আহমাদ, কেন্দ্রীয় প্রচার

সম্পাদক মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম ও

ফেনীর কৃতিসন্তান কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক

সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আতাউর রহমান

আরেফী।

বিষয়: বিবিধ

১১৭৩ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

159543
০৬ জানুয়ারি ২০১৪ সকাল ১১:১৬
আবু আশফাক লিখেছেন : কান ধরে উঠবস

ফটিকছড়ির নিশ্চিন্তাপুরে ক্ষুব্ধ ভোটারদের
রোষানলে পড়ে কানে ধরে ক্ষমা চেয়ে
উদ্ধার হয়েছেন তরিকত ফেডারেশনের সভাপতি
আওয়ামী লীগ সমর্থিত নজিবুল বশর মাইজভাণ্ডারী।

০৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:২৬
114167
ইমরান ভাই লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
159566
০৬ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৯
হতভাগা লিখেছেন : ফাউল একটা নেতা
159573
০৬ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:২৬
ইমরান ভাই লিখেছেন : শীর্ক এর আস্থানা বাবা জান আর দাদা জান কানে ধরে উঠান আর বসান।
159939
০৭ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৫
হানিফ খান লিখেছেন : তরিকত কান ধরলো। মাইন্ডারিরা পালালো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File