বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট( বিএনএফ) এর প্রতি আমার খারাফ ধারনা ছিলো

লিখেছেন লিখেছেন হানিফ খান ০৫ জানুয়ারি, ২০১৪, ১২:০৬:৫৫ দুপুর

বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট( বিএনএফ) এর প্রতি আমার খারাফ ধারনা ছিলো। ভাবলাম এরা নাস্তিকদের দালাল। কিন্তু গতকাল একটি টকশো তে বিএনএফ এর চেয়ারম্যান ও সাবেক যোগাযোগমন্ত্রী ও বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা এবং আওয়ামীলীগ নেতা জুতা মন্ত্রী শাহজাহান খানের মধ্যকার বিতর্কে আমার ধারনা পালটে যায়। টকশোতে নাজমুল হুদা বিন্দু মাত্র ছাড় দেয়নি জুতা মন্ত্রীকে। তার কোথায় এমনই বুঝা যায় যেন, এখনো তিনি বিএনপি নেতা, যদিও কয়েকবার বিএনপি থেকে বহিষ্কার হতে হয়েছে যার কারনে পরে তিনি বিএনএফ গঠন করে। বিতর্কের এক পর্যায়ে নাজমুল হুদা শাহজাহান খানকে উদ্দেশ্য করে বলেন। বাংলাদেশ স্বাধীন করেছে এই দেশের মুসলিমরাই। তাই অতি বাঙালি হতে গিয়ে আমরা অমুসলিম হতে চাই না আবার অতি ধর্ম প্রীতি দেখাতে গিয়ে দেশের বিরুদ্ধে কথা বলবো না। পুরো টকশোতে নাজমুল হুদা পুরো সময় জুড়ে সরকারের এক তরফা নির্বাচনের সমালোচনা করেন।

(বিঃদ্রঃ> বিএনএফ ও বর্তমান সরকারের একতরফা নির্বাচন বর্জন করেছে। যদিও এটি একটি নতুন ও ছোট দল)

বিষয়: বিবিধ

১২৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File