অবরোধে রাজপথে থাকা পিকেটার ভাইদের প্রতি অনুরোধ।
লিখেছেন লিখেছেন হানিফ খান ০৫ ডিসেম্বর, ২০১৩, ০৩:৪৮:১৫ দুপুর
যেহেতু দাবী আদায় করা ছাড়া আমাদের কোন পথ নাই।
তাই হরতাল অবরোধ ছাড়াও আমাদের হাতে কোন কর্মসূচী নাই।
আর এই হরতাল অবরোধে আমাদের পিকেটিং করা ছাড়াও বিকল্প পথ নাই।
সুতরাং আমাদের লক্ষ রাখতে হবে যেন আমাদের দ্বারা কোন গরীব অসহায় লোকের কোন ক্ষতি না হয়। আমাদের কোন প্রয়োজন নেই বন্ধ থাকা গাড়ীতে আগুন দেওয়ার, কোন প্রয়োজন নেই অসহায় রিক্সা চালকদের উপর হামলা করে তাদের জিবিকা নির্বাহের একমাত্র সম্পদ গাড়ীটি জালিয়ে দেওয়া। ড্রাইবার আম্বালীগ হয়ে বসলে(বেশি বাড়াবাড়ি করলে) তার গাড়ীর চাকার হাওয়া ছেড়ে দিন তার পরেও গাড়িতে আগুন দিবেন না। কারন ক্ষমতায় এলে ক্ষতি কাটিয়ে উঠা বিএনপির জন্যই কঠিন হয়ে পড়বে।
কক্টেল বিস্পরন করে আতংকা চড়াবেন কিন্তু কোন মানুষের দিকে তা ছুড়ে মারবেন না।
এতে মানুষের জীবন বিপন্ন হবে শুধু তাই নয় হয়তো বেচে থাকলে তার ভোট টা আমরা আন্দোলন কারীরাই পেতাম, যেহেতু দেশের অধিকাংশ মানুষই আজ আওয়ামি নাস্তিক বিরুধি। আর সব চেয়ে আসল কথা হলো, এই নাস্তিক ও ফ্যাসিবাদী সরকারের ক্যাডারারাই আবার কঠিনতম কোন নাসকতা করে বিরুধি দলের উপর চাপাতে চাইতেছে যা শাহবাগের বাসে আগুন দেওয়ার ঘটনায় প্রমানিত। সুতরাং আমি আবারো পিকেটার ও বিরুধি দলীয় ভাইদের অনুরোধ করছি, আমরা যেমন মানুষের জানমালের দিকে লক্ষ রাখবো ঠিক তেমনি আওয়ামি কুচক্রিরা যেন কোন নাসকতা করে বিরুধিদলের উপর চাপাতে না পারে সেদিকে লক্ষ রাখতে হবে।
বিষয়: বিবিধ
১৫৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন