জামাত শিবির এবং আওয়ামীলীগ দেখতে ভিন্ন স্বভাবে এক
লিখেছেন লিখেছেন হানিফ খান ০৮ নভেম্বর, ২০১৩, ০৪:০৬:১৪ বিকাল
জামাত শিবির এবং আওয়ামীলীগ দেখতে ভিন্ন স্বভাবে এক।
এশিয়া কাপ ক্রিকেটে শেখ হাসিনা মিরপুর স্টেডিয়ামে গিয়ে সরাসরি ২টি খেলা দেখেছিল ।এবং দোন খেলায় বাংলাদেশ জয় পেয়েছে । কিন্তু পাইনাল খেলায় শেখ হাসিনা যায় নাই বরং গিয়েছিলো মেডাম খালেদা জিয়া। ঐ খেলায় বাংলাদেশ অল্পের জন্যে হেরে যায় পাকিস্তানের বিপক্ষে। তখন শেখ হাসিনা দুইটি কথা বলেছিল খালেদার বিরুদ্ধে।
১/ খালেদা অলক্ষ্মী( দুর্ভাগা) সে যাওয়াতে বাংলাদেশ হেরে গেছে ।
২/ খালেদা পাকিস্তান কে সাপোর্ট দিতে গেছে।
বন্ধুরা হয়তো বুঝতে পেরেছেন যে, হাসিনার এই দুই কথা একসাথে কখনো সত্য হতে পারে না। কারন খালেদা জিয়া যদি সত্যিই পাকিস্তানকে সাপোর্ট করে থাকে তাহলে তিনি অলক্ষ্মী হওয়ার প্রশ্নই আসে না। আর যদি সত্যিই খালেদা অলক্ষ্মী হয় তাহলে নিশ্চয়ই বাংলাদেশেরই সাপোর্ট করেছেন এই জন্যে বাংলাদেশ হেরেছে।
সুতরাং কয়েকটি ডিগ্রি অর্জনকারী হাসিনার এই ২টি কথা এক সাথে সত্যি হওয়ার নয়।
তদ্রূপ জামাত শিবিরও চরমোনাই এর প্রতি দুইটি অভিযোগ করে।
১/ চরমোনাই একা নির্বাচন করবে বিএনপির ভোট নষ্ট করতে ।
২/ চরমোনাই এর সমর্থক বা মুরীদের মধ্যে বেশী আওয়ামীপন্থী ।
বন্ধুরা হয়তো এটিও বুঝতে পেরেছেন যে, জামাত শিবিরেরও এই দুই কথা কখনো একসাথে সত্য হতে পারেনা । কারন চরমোনাইএর দলে যদি বেশী আওয়ামীপন্থী থাকে তাহলেতো চরমোনাই আওয়ামীলীগরই ভোট নষ্ট করতেছে। আর এতে বিএনপিরই ভালো। আর যদি তারা বিএনপির ভোটই নষ্ট করে থাকে তাহলে বুঝতে হবে চরমোনাইএর দলে বিএনপির সঙ্খাই বেশি, আর তাদের আওয়ামীলীগের দালাল বলার সুযোগ নাই ।
সুতরাং আওয়ামীলীগ ও জামাত শিবির দেখতে ভিন্ন হলেও এদের স্বভাবে বহুত মিল আছে।
বাস্তব কথা হল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিএনপি ও আওয়ামিলিগ সহ সকল বস্তুবাদী দলের ভোট নষ্ট করে সবাইকে ইসলামের ছায়াতলে আসার আহ্বান করতেছে, আর এতে অনেকেই সাড়া দিয়ে ঝাকেঝাকে ইসলামী আন্দলনে যোগ দিতেছে।
ইসলামী আন্দোলনের স্লোগান>>>
নো আওয়ামীলীগ নো বিএনপি
ইসলাম ইজ দ্যা বেষ্ট
https://www.facebook.com/pages/ব্লগার-হানিফ/508041952627593
বিষয়: বিবিধ
১৩৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন